Philips: ৮ হাজার কোটি টাকারও বেশি লোকসান, ৪,০০০ কর্মী ছাঁটাই ফিলিপসে Updated: 24 Oct 2022, 07:15 PM IST Soumick Majumdar মূলত স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্তদের ঘুমের সময়ে শ্বাসের ব্যাঘাত আটকাতে এই ডিভাইস ব্যবহৃত হয়। এদিকে এক গবেষণায় এই ডিভাইসে ব্যবহৃত ফোম থেকে শরীরে বিষক্রিয়া হতে পারে বলে ধরা পড়ে।