বাংলা নিউজ > কর্মখালি > ষষ্ঠ থেকে দ্বাদশের সোশ্যাল সায়েন্সের পাঠ্যক্রম বদলাতে প্যানেল গঠন করল NCERT
পরবর্তী খবর
ষষ্ঠ থেকে দ্বাদশের সোশ্যাল সায়েন্সের পাঠ্যক্রম বদলাতে প্যানেল গঠন করল NCERT
1 মিনিটে পড়ুন Updated: 16 Nov 2023, 09:14 AM ISTSanket Dhar
NCERT panel for social science: ষষ্ঠ থেকে দ্বাদশের সোশ্যাল সায়েন্সের পাঠ্যক্রম ঢেলে সাজানো হবে। এবার একটি বিশেষ প্যানেল গড়ল এনসিইআরটি। কমিটিকে সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
বিশেষ প্যানেল এনসিইআরটি-এর
পাঁচ বিষয়ে নতুন করে তৈরি হবে পাঠ্যক্রম। এবার তার জন্য বিশেষ প্যানেলকে গড়ল এনসিইআরটি। মোট ৩৫ জনকে নিয়ে গঠিত হবে এই বিশেষ প্যানেল। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও মনোবিদ্যার পাঠ্যক্রম তৈরি করা হবে। ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত বিষয়গুলির পাঠ্যক্রম তৈরি করতেই প্যানেল গড়া হয়েছে।
সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে এনসিইআরটি। তাতে বলা হয়েছে, এই প্য়ানেলের চেয়ারম্যান মাইকেল দানিনো। তিনি আইআইটি গান্ধিনগরের অধ্যাপক। মূলত সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়গুলিই এই প্যানেলে নথিভুক্ত করা হয়েছে। প্যানেলে জাতীয় সিলেবাস ও টিচিং লার্নিং মেটেরিয়াল কমিটির (এনএসটিসি) তরফে উপস্থিত রয়েছেন ১৯ জন সদস্য। জুলাইয়ের মধ্যে বিষয়গুলির পাঠ্যক্রম ও লার্নিং মেটেরিয়াল নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রতিটি বিষয়েই একটি করে কারিকুলার এরিয়া গ্রুপ তৈরি করার নির্দেশ দিয়েছে এনসিইআরটি।
এরকম আরও ১১ টি কারিকুলার এরিয়া গ্রপ (ক্যাগ) তৈরি করবে এনএসটিসি। এই গ্রুপের মূল লক্ষ্য পঠনপাঠনের প্রক্রিয়া যাতে আরও সহজ করা যায়। যাতে পড়ুয়াদের মধ্যে আরও বেশি করে আগ্রহ জাগানো যায়। এই গ্রুপগুলি প্রাথমিক স্তরেও কাজ করবে বলে খবর। অর্থাৎ, তৃতীয় থেকে পঞ্চম ক্লাসের পড়ুয়াদের জন্য থাকবে এই ক্যাগ গ্রুপ। তাদের পাঠ্য়ক্রমের নানা বিষয়ের মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না তা দেখে শুনে উঁচু ক্লাসের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে।