মোট ১২৫টি অ্যাপ্রেন্টিস পদে কাজ শেখার সুযোগ মিলবে। আবেদনকারীদের দশম/দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর থাকা আবশ্যিক। এটি একটি ভোকেশনলার শিক্ষানবিশের কাজ। ফলে NCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI পাশ হতে হবে আবেদনকারীদের।
ফাইল ছবি, সৌজন্য পিটিআই
কলকাতা মেট্রো রেলে কাজের সুযোগ। ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলেই সেই পদে আবেদন করা যাবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত কোটার আবেদনকারীদের বয়সের সীমায় ছাড় দেওয়া হবে। ফিটার ৮১, ইলেকট্রিশিয়ান ২৬, মেশিনিস্ট ৯, ওয়েল্ডার ৯টি নিয়োগ করা হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। তবে এটি স্থায়ী সরকারি চাকরি বা নিয়োগ নয়। এর মাধ্যমে অ্যাপ্রেন্টিসশিপের অভিজ্ঞতা পাবেন নতুন পাশ করা পড়ুয়ারা। সেটি কাজে লাগিয়ে তাঁরা পরে বেসরকারি ক্ষেত্রে নিয়োগে অগ্রাধিকার পাবেন।
মাধ্যমে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
সবার আগে apprenticeshipindia.org -এ গিয়ে নিজের নাম রেজিস্টার করতে হবে। এরপর অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করুন। সঠিক ভাবে ফর্মটি পূরণ করুন।
এরপর মেট্রো রেলের ডেপুটি চিফ পার্সোনেল অফিসারের অফিসের ঠিকানায় এই আবেদনপত্র পাঠাতে হবে। ঠিকানা হল- ৩৩/১, জওহরলাল নেহরু রোড, মেট্রো রেল ভবন, কলকাতা-৭০০০৭১।
আবেদন ফি: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC/ST, EBC, মহিলা, PHP, সংখ্যালঘু আবেদনকারীদের ফি দিতে হবে না। ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ফি জমা করতে হবে।
অফলাইনে আবেদন করার শুরুর তারিখ: ৭ ফেব্রুয়ারি ২০২৩ । অর্থাত্ ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।