শেষমেশ পড়ুয়াদের দাবি মেনে নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের সিদ্ধান্ত মেনেই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চূড়ান্ত সিমেস্টারের মূল্যায়ন হবে ৭০%-৩০% পদ্ধতিতে। সাত ঘন্টার ওপর অনলাইন বৈঠকের পর পরীক্ষা সংক্রান্ত বোর্ড ছাত্রদের দাবি মেনে নিতে।
আগে হোম অ্যাসাইনমেন্ট থেকে ৭০% নম্বর এবং সেমেস্টারগুলির মধ্যে যেটিতে সব থেকে বেশি নম্বর আছে সেটা থেকে ছাত্রদের মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে উচ্চশিক্ষা দফতরের পরামর্শ-নির্দেশিকা মেনে সিদ্ধান্ত বদল করা হয়। প্রতিবাদ জানিয়ে স্মারক লিপি জমা দেয় ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদ।
প্রথম দিকে শিক্ষকদের আপত্তি থাকায় পড়ুয়াদের বৈঠকে সামিল করা হয় নি। পরে ছাত্র সংসদের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। রাতে বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চূড়ান্ত সিমেস্টারের মূল্যায়ন হবে ৭০%-৩০% পদ্ধতিতে।
ইঞ্জিনিয়ারিং ছাত্র সংসদের বক্তব্য, অনেক পড়ুয়া ইতিমধ্যেই হোম অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে নতুন নির্দেশ মানা অসম্ভব। এরফলে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারও ভঙ্গ হয়।
সূত্রের খবর, এ দিন কলা এবং বিজ্ঞান বিভাগের চূড়ান্ত সিমেস্টারে উচ্চশিক্ষা দফতরের পরামর্শ-নির্দেশিকা মেনে মূল্যায়ন হবে ঠিক হলেও বিজ্ঞানের ক্ষেত্রে ফের প্রশ্ন দেখা দেয়। ওই বিভাগে ২০% নম্বর অভ্যন্তরীণ মূল্যায়ন থেকে নেওয়ার কথা। প্রাথমিক ভাবে সেটি মেনে নিয়েও বলা হয়েছে, প্রয়োজনে ওই ২০% নেওয়া হোক আগের সিমেস্টারের ফলের ভিত্তিতে। সাপ্লিমেন্টারি হয়েছেন যে পড়ুয়ারা, তাঁদের নম্বর দেওয়া নিয়েও এ দিন সিদ্ধান্ত হয়।