বাংলা নিউজ > কর্মখালি > IBPS PO Mains 2023 Admit Card: প্রকাশিত IBPS PO-র মেনসের অ্যাডমিট কার্ড, কীভাবে ডাউনলোড করবেন? কবে পরীক্ষা?
পরবর্তী খবর
IBPS PO Mains 2023 Admit Card: প্রকাশিত IBPS PO-র মেনসের অ্যাডমিট কার্ড, কীভাবে ডাউনলোড করবেন? কবে পরীক্ষা?
1 মিনিটে পড়ুন Updated: 26 Oct 2023, 10:56 PM ISTAyan Das
IBPS-র প্রবেশনারি অফিসার নিয়োগের মেনস পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হবে। IBPS-র প্রবেশনারি অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ‘Indian Institute of Banking Personnel Selection’ বা IBPS-র অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
আগামী ৫ নভেম্বর IBPS PO-র পরীক্ষা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে বিজয় বাটে/হিন্দুস্তান টাইমস)
আগামী ৫ নভেম্বর (রবিবার) IBPS-র প্রবেশনারি অফিসার নিয়োগের মেনস পরীক্ষা হবে। সেজন্য ইতিমধ্যে অ্যাডমিট কার্ড বা কল লেটারও প্রকাশিত হয়েছে। যে প্রার্থীরা IBPS-র প্রবেশনারি অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ‘Indian Institute of Banking Personnel Selection’ বা IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-তে গিয়ে অ্যাডমিট কার্ড বা কল লেটার ডাউনলোড করতে পারবেন। সেখানেই উল্লেখ থাকবে যে কোন প্রার্থীর কোথায় সিট পড়েছে। পরীক্ষার দিন প্রার্থীদের অতি অবশ্যই পরীক্ষাকেন্দ্রে অ্য়াডমিট কার্ড নিয়ে যেতে হবে প্রার্থীদের।
১) ‘Indian Institute of Banking Personnel Selection’ বা IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-তে যেতে হবে।
২) হোমপেজের উপরের দিকে ‘Online Main Exam Call Letter for CRP-PO/MT-XIII’-তে লিঙ্ক ক্লিক করতে হবে।
৩) একটি নয়া পেজ খুলে যাবে। 'CRP-PO/MT-XIII’-র নীচে ‘Online Main Exam Call Letter for CRP-PO/MT-XIII’ আছে। তাতে ক্লিক করতে হবে।
৪) আরও একটি নতুন পেজ খুলে যাবে। 'Common Recruitment Process (CRP) for Recruitment of Probationary Officers / Management Trainees in Participating Banks (CRP PO/MT-XIII)'-র নীচে ‘Online Main Exam Call Letter’ আছে। সেটার ডানদিকে ‘Login Credential’ আছে। নীচেই আছে ‘Registration No/Roll No’, ‘Password/DOB (DD-MM-YY)’ এবং ক্যাপচা। সেইসব তথ্য দিয়ে ‘Login’ করতে হবে।
৫) তারপর IBPS প্রবেশনারি অফিসার নিয়োগের মেনস পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
কতদিন IBPS প্রবেশনারি অফিসার নিয়োগের মেনস পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পারবেন? ‘Indian Institute of Banking Personnel Selection’ বা IBPS-র তরফে জানানো হয়েছে, ২৬ অক্টোবর থেকে অ্যাডমিট কার্ড বা কল লেটার ডাউনলোড করা যাবে। ৫ নভেম্বর পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
IBPS প্রবেশনারি অফিসার নিয়োগের মেনস পরীক্ষার তথ্য: মোট ১৫৫টি প্রশ্ন থাকবে। মোট নম্বর ২০০। পরীক্ষা হবে মোট তিন ঘণ্টার। সেই মেনস পরীক্ষার পর ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের পর উত্তীর্ণ প্রার্থীরা দেশের বিভিন্ন ব্যাঙ্কে চাকরি পাবেন।