মেডিক্যাল অফিসার ও মেডিক্যাল স্পেশালিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া-র দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। আগ্রহী প্রার্থীদের ৯ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।শূন্য পদের বিবরণ:মেডিক্যাল অফিসার - ১৬মেডিক্যাল স্পেশালিস্ট -GDMO - ২৫যোগ্যতা:• মেডিক্যাল অফিসার GDMO (E-1) - মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) স্বীকৃত যে কোনও বিশ্ব বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে MBBS উপ পাশ। সেইসঙ্গে MCI স্বীকৃত কোনও মেডিক্যাল কলেজ/ হাসপাতাল/ প্রতিষ্ঠানে ১ বছর কাজের অভিজ্ঞতা।• মেডিক্যাল অফিসার ডেন্টাল (E-1) - ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া (DCI) স্বীকৃত যে কোনও বিশ্ব বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে BDS পাশ। সেইসঙ্গে DCI স্বীকৃত কোনও মেডিক্যাল কলেজ/ হাসপাতাল/ প্রতিষ্ঠানে ১ বছর কাজের অভিজ্ঞতা।• মেডিক্যাল অফিসার অকুপেশনাল হেলথ (OH) - MBBS ডিগ্রির পাশাপাশি DIH অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল হেলথ এ ডিপ্লোমা থাকতে হবে। সেইসঙ্গে MCI স্বীকৃত কোনও মেডিক্যাল কলেজ/ হাসপাতাল/ প্রতিষ্ঠানে ১ বছর কাজের অভিজ্ঞতা।• মেডিক্যাল স্পেশালিস্ট (বায়োকেমিস্ট্রি - ডেন্টাল - ENT - গাইনি. - মেডিসিন - ওপথালমলজি - অর্থোপেডিক - সাইকিয়াট্রি - রেডিয়লজি - সার্জারি) - MCI/DCI স্বীকৃত যে কোনও বিশ্ব বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট বিষয়ে PGডিগ্রি /DNB । MCI/DCI স্বীকৃত কোনও মেডিক্যাল কলেজ/ হাসপাতাল/ প্রতিষ্ঠানে ১ বছর কাজের অভিজ্ঞতা।• মেডিক্যাল স্পেশালিস্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর - MCI স্বীকৃত যে কোনও বিশ্ব বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সহ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এ বা হেলথ কেয়ার ম্যানেজমেন্টে MBA। কোনও স্বীকৃত মেডিক্যাল কলেজ/ হসপিটাল/প্রতিষ্ঠানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এ ৩ বছর কাজের অভিজ্ঞতা।• মেডিক্যাল স্পেশালিস্ট পাবলিক হেলথ - MCI স্বীকৃত যে কোনও বিশ্ব বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে MD (PSM/ Community Medicine)/ DNB (PSM/ Community Medicine)। কোনও স্বীকৃত মেডিক্যাল কলেজ/ হসপিটাল/প্রতিষ্ঠানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এ ৩ বছর কাজের অভিজ্ঞতা।• মেডিক্যাল স্পেশালিস্ট প্লাস্টিক সার্জন- MCI স্বীকৃত যে কোনও বিশ্ব বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে PG ডিগ্রি/ DNB (Plastic Surgery) এবং কোনও স্বীকৃত মেডিক্যাল কলেজ/ হসপিটাল/প্রতিষ্ঠানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এ ৩ বছর কাজের অভিজ্ঞতা।• মেডিক্যাল স্পেশালিস্ট ব্লাড ব্যাংক - MCI স্বীকৃত যে কোনও বিশ্ব বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে MD (Transfusion Medicine) / DNB (Transfusion Medicine) এবং MCI স্বীকৃত কোনও মেডিক্যাল কলেজ/ হাসপাতাল/ প্রতিষ্ঠানে ৩ বছর কাজের অভিজ্ঞতা।বয়স সীমা:মেডিক্যাল অফিসার GDMO (E-1), ডেন্টাল (E-1), অকুপেশনাল হেলথ (OH) (E-1) - ৩৪ বছর।বাকি পদগুলির জন্য বয়স সীমা ৪১ বছর।