
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল ইনস্টিটিট ফর লোকোমোটোর ডিসএবিলিটিজ। গত ২১ মে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন জানাতে হবে।
পদ :
অ্যাসোসিয়েট প্রফেসর (Occtupational Therapy), অ্যাসোসিয়েট প্রফেসর (Orthopaedics), অ্যাসিসট্যান্ট প্রফেসর (Rehabilitation), রেসিডেন্ট মেডিকেল অফিসার, লেকচারার (Prosthetics), লেকচারার (Orthotics), লেকচারার (SER), স্টাফ নার্স, লাইব্রেরিয়ান, ডেমোস্ট্রেটর (Prosthetics), স্টেনোগ্রাফার গ্রেড - ২, সার্জিকাল বুট মেকার গ্রেড - ৩ এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
সব পদের ক্ষেত্রেই ‘ডিরেক্ট বা ডেপুটেশন’-এ নিয়োগ করা হবে। সার্জিকাল বুট মেকার গ্রেড - ৩ এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে একেবারে ডিরেক্ট নিয়োগ করা হবে বলে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিট ফর লোকোমোটোর ডিসএবিলিটিজের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোট পদ সংখ্যা : ১৩।
আবেদন পাঠানোর ঠিকানা : এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন জানাতে হবে। নির্দিষ্ট ফর্ম-ফিলাপ করতে বলা হয়েছে। সেইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, ক্যাটেগরি, কাজের অভিজ্ঞতা-সহ যাবতীয় শংসাপত্রের সেলফ অ্যাটেস্টেড ফোটোকপি পাঠাতে হবে। তারপর তা পাঠাতে হবে ন্যাশনাল ইনস্টিটিট ফর লোকোমোটোর ডিসএবিলিটিজের অধিকর্তার কাছে। ঠিকানা : Director, National Institute for Locomotor Disabilities (Divyangjan), B.T. Road, Bon-Hooghly, Kolkata-70009।
আবেদন ফি : National Institute for the Orthopaedically Handicapped-এর নামে ৩০০ টাকা ডিমান্ড ড্রাফট করতে হবে। তা আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। তফসিলি জাতি, তফসিলি জনজাতি এবং বিশেষভাবে সমক্ষ প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।
৳7,777 IPL 2025 Sports Bonus