Rabindra Smriti Puraskar: রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হলেন সমাজবিজ্ঞানী তথা ক্যালকাটা রিসার্চ গ্রুপের প্রতিষ্ঠাতা রণবীর সমাদ্দার। দীর্ঘ গবেষণার স্বীকৃতি স্বরূপ মঙ্গলবার তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওযা হয়। পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই দিন উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এই দিন তাঁর হাতে পুরস্কার তুলে দেন কবি জয় গোস্বামী।
আরও পড়ুন - Bangla Naboborsho 1432: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ…, কীভাবে এল বাংলা মাসগুলির নাম? কে করেছিলেন নামকরণ
১৯৫০ থেকে এই বিশেষ পুরস্কার দেওয়ার রীতি শুরু হয় রাজ্যস্তরে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই পুরস্কারের তালিকায় প্রথম থেকেই স্থান করে নিয়েছিলেন বাংলার দিকপাল সাহিত্যিকরা। সাম্প্রতিককালে এই পুরস্কার পেয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিকাশ সিংহ, ফ্রাঁস ভট্টাচার্য প্রমুখ সাহিত্যিক ও নিজ নিজ ক্ষেত্রে কৃতী ব্যক্তিরা। ২০২৫ সালে বাংলা নববর্ষের প্রথম দিনে সমাজবিজ্ঞানী রণবীর সমাদ্দারের হাতে তুলে দেওয়া হল এই পুরস্কার।