বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করদাতাদের জন্য স্বস্তির সংবাদ দেওয়া হয়েছে। আপাতত ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার জন্য তাড়াহুড়ো করার দরকার নেই। ২০১৮-১৯-এর রিটার্ন এখন ৩০ সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়া যাবে।এর আগে ইনকাম ট্যাক্স দফতর বলেছিল যে ৩১ অগস্টের মধ্যে রিটার্ন জমা করতে হবে। কিন্তু মূলত দুটি কারণে সময়সীমা বৃদ্ধি করা হল। কোভিড পরিস্থিতির জেরেই পিছিয়ে গেল লাস্ট ডেট। একই সঙ্গে আয়কর দফতরের আশা যে একটু বেশি সময় দিলে হয়তো অনেকে রিটার্ন ফাইল করবেন। প্রসঙ্গত, ২০১৮-১৯-এর ইনকাম ট্যাক্স রিটার্ন, অর্থাৎ যেটির অ্যাসেসমেন্ট ইয়ার হল ২০১৯-২০, সেটি জমা দেওয়ার শেষ তারিখ এই নিয়ে তৃতীয় বার বাড়ল। এর আগে মার্চ ৩১ থেকে জুন ৩০ অবধি ডেডলাইন বৃদ্ধি করা হয়। তারপর সেটি জুলাই ৩১ করা হয়। এবার সেপ্টেম্বরের শেষ করা হল। অরিজিনাল ও রিভাইসড, উভয়ের জন্যেই এই এক্সটেনশন মিলবে। ২০১৯-২০ সালের ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে ইতিমধ্যেই সরকার বলে দিয়েছে ৩০ নভেম্বরের মধ্যে দিলেই হবে।