বাংলা নিউজ > হাতে গরম > Delhi Airport: দিল্লি এয়ারপোর্টে জরুরি অবতরণ সৌদি থেকে আসা বিমানের, ঘটনাস্থলে দমকলের ৪ গাড়ি
৪০৪ জন যাত্রী নিয়ে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ জরুরি অবতরণ করল একটি বিমান। সোমবার বিকেল ৫টা বেজে ১৫ মিনিটে এই জরুরি অবতরণের ঘটনা ঘটে। বিমান অবতরণের পর পরই দিল্লির দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে যায় চারটি অগ্নিনির্বাপক গাড়ি। সংবাদমাধ্যম সূত্রের খবর, SV758 বিমানটি সৌদি আরবের জেড্ডা থেকে আসছিল।
আরও পড়ুন - Viral Video: পাহাড়ের ঢাল বেয়ে মজার খেলায় মাতল ছোট্ট হাতি! কাণ্ড দেখে রীতিমতো থ নেটপাড়া
প্রাথমিকভাবে আগুন লাগার মতো কোনও ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ঠিক কী কারণে এই জরুরি অবতরণ, তাও এখনও রহস্যে ঘেরা। তবে বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে খবর। বিমানের সব যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন বলে জানা গিয়েছে।