বাংলা নিউজ > হাতে গরম > Budget 2020: কখন, কোথায় দেখবেন বাজেট?
কিছুক্ষণ পরেই সংসদে সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেদিকে নজর সারাদেশের।
কখন বাজেট?
সকাল ১১টার সময় লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
কোথায় দেখবেন বাজেট?
হিন্দুস্তান টাইমস বাংলায় (HT Bangla) বাজেট সংক্রান্ত সব টাটকা খবর পাবেন। অর্থমন্ত্রীর বাজেট ভাষণের লাইভ আপডেট পাবেন।
এছাড়াও সরাসরি লোকসভা টিভিতে বাজেট দেখানো হবে। লোকসভা টিভির ওয়েবসাইটেও বাজেটের সরাসরি সম্প্রচার হবে। দূরদর্শনের (DD News) Youtube চ্যানেলেও সরাসরি বাজেট দেখা যাবে। http://www.indiabudget.gov.in/ ওয়েবসাইটে বাজেটের সম্পূর্ণ কভারেজ থাকবে।
হাতে গরম খবর