
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
খোদ যোগীরাজ্যে ধাক্কা খেল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বারাণসীর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তাদের হারিয়ে সব আসন দখল করল ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই)।
বৃহস্পতিবার বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে চারটি পদেই এবিভিপি-কে পর্যুদস্ত করে জিতেছে কংগ্রেসের ছাত্রশাখা। এবিভিপির হর্ষত পান্ডেকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়েছেন সভাপতি পদপ্রার্থী এনএসইউআই-এর শিবম শুক্লা।
সহ-সভাপতি পদে জিতেছেন এনএসইুআই-এর চন্দন কুমার মিশ্র। এ ছাড়া ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং গ্রন্থাগারিক পদে যথাক্রমে জিতেছেন অবনীশ পান্ডে ও রজনীকান্ত দুবে।
এ দিন নির্বাচন আধিকারিক অধ্যাপক শৈলেশ কুমার মিশ্র ছাত্র সংসদ ভোটের ফল ঘোষণা করেন। এর পরে নতুন পদাধিকারীদের সংস্কৃতে শপথবাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজারাম শুক্লা। তাঁর অনুরোধে ফল ঘোষণার পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও বিজয়মিছিল বের করেনি এনএসইউআই।
জয়ী প্রার্থীদের পুলিশি নিরাপত্তা দিয়ে বাড়ি পাঠানো হয়। এ দিন মোট ভোটের হার ছিল ৫০.৮২%। সর্বমোট ১৯৫০ জন ভোটারের মধ্যে ভোদ দেন মাত্র ৯৯১ জন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports