Saptami-Ashtami Rain Forecast: জারি সতর্কতা, সপ্তমী-অষ্টমীতে মাটি হবে পুজোর আনন্দ? কোথায় কোথায় হবে বৃষ্টি?
Updated: 01 Oct 2022, 09:52 PM IST Abhijit Chowdhury 01 Oct 2022 saptami weather, durga puja weather 2022, kolkata weather today, rain forecast, rain forecast in west bengal, rain forecast in kolkata, সপ্তমীর আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কলকাতার আবহাওয়াউত্তর-পূর্ব এবং তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে আগা... more
উত্তর-পূর্ব এবং তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। নিম্নচাপ ঘনীভূত হচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামতে পারে আগামিকাল থেকে। অষ্টমীর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। দশমীর দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে।
পরবর্তী ফটো গ্যালারি