নিউ কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি(NKDA) সাইকেল চালানোর সুবিধার বিভিন্ন নজির তুলে ধরেন এই এক্সপো-তে। পাবলিক বাইসাইকেল প্রকল্প, সাইকেল চালানোর প্রশিক্ষণ, সাইকেল মেরামতের দোকান, সাইক্লোথনের মতো ইভেন্ট, স্মার্ট সাইকেল স্ট্যান্ডের মতো ফিচার্সগুলি তুলে ধরা হয় এই প্রদর্শনীতে।