রাজ্যের অর্থ কমিশন করে লাভ হবে না বলেই মনে করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একইসঙ্গে পরিকাঠামো খাতে কেন্দ্রের টাকা পাঠানো নিয়ে রাজ্যকে খোঁচা দিতেও ছাড়েননি সুকান্তবাবু।
এদিন বিজেপির সাংগঠনিক বৈঠক শেষে রাজ্য বিজেপির সভাপতি জানান, ‘অর্থ কমিশন বানিয়ে কী হবে। রাজ্য সরকারের কাছে তো কোনও টাকা নেই। রাজ্য সরকারের ভাণ্ডার তো খালি হয়ে গেছে। পরিকাঠামো উন্নয়নের জন্য তো টাকা নেই। কেন্দ্রীয় সরকার চিকেন নেকের উন্নয়নের জন্য টাকা পাঠাচ্ছে। সেই টাকাতেই কাজ হবে। রাজ্য সরকার তো ম্যাচিং মানি না দিতে পারার জন্য টাকা ফেরত চলে গেছে। ফলে অর্থ কমিশন বানিয়ে লাভের লাভ কিছু হবে না।’ একইসঙ্গে তিনি জানান, ‘আসলে পরের ধনে পোদ্দারি। কেন্দ্রীয় সরকার টাকা পাঠাবে। সেই টাকা নিয়ে কীভাবে পোদ্দারি মারা যাবে, সেই বিষয়ে প্ল্যান করবে। অর্থ কমিশনের আর কোনও প্ল্যান করার ক্ষমতা নেই।’