উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত চলার পাশাপাশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস করল আবহাওয়া দফতর। সোমবার কলকাতা ও সংলগ্ন অঞ্চলে দিনভর আকাশ মেঘলা এবং দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে।গত শুক্রবার থেকে নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গের সমস্ত নদীর জলস্তর উল্লেখজনক ভাবে বেড়ে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। জল বেড়েছে উত্তরবঙ্গের তোর্সা ও কালজানি নদীতে। তার জেরে সমগ্র নিকাশি পরিকাঠামো ভেঙে পড়তে পারে বলে জানিয়েছে সেচ দফতর। আগামী ১৫ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।এ দিনের পূর্বাভাসে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় প্রবল বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বর্ষণের কথা বলা হয়েছে। সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩% এবং সর্বনিম্ন ৭৩%। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয়ের পাহাড়তলিতে মৌসুমি অক্ষরেখার পূর্বাংশ থমকে রয়েছে এবং সক্রিয় রয়েছে তার পশ্চিমাংশ। এর জেরেই উত্তর-পূর্ব ভারত, সিকিম এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস করা হয়েছে। শনিবার সকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত, ১৮৬ মিমি হয়েছে উত্তরবঙ্গের হাসিমারা অঞ্চলে। ময়নাগুড়িতে ১১৬ মিমি বৃষ্টি হয়েছে। এ ছাড়া আলিপুরদুয়ারে ১১৫ মিমি এবং জলপাইগুড়ি জেলায় ৯৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন হয়েছে ডুয়ার্সের বেশিরভাগ চা বাগান ও সংলগ্ন এলাকা।