কোভিড অতিমারী পরিস্থিতিতে যুব সমাজের মনোবল মজবুত করতে নতুন গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতা, গান ও গদ্যে অনায়াস চলন মুখ্যমন্ত্রীর। এর আগেও বিবিধ সংকটের মুখে রুখে দাঁড়াতে এবং জনমানসে সদর্থক ও প্রতিবাদী প্রতিক্রিয়া জাগাতে গান বেঁধেছেন মমতা। সম্প্রতি সেই পথেই নতুন সংযোজন ঘটেছে।নিজের ফেসবুক ওয়ালে নতুন গানটি শেয়ার করেছেন নেত্রী। মমতা জানিয়েছেন, ‘যৌবন জাগো নতুন ভোরে’ গানটি তাঁর সাম্প্রতিক রচনা। গানের প্রতি ছত্রে নবীনদের উদ্বুদ্ধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই গানে সুরারোপ করেছেন সংগীত নির্দেশক দেবজ্যোতি বসু। গানটিতে কণ্ঠদান করেছেন ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো-তে অংশগ্রহণকারী ১১ জন শিল্পী। সেই সঙ্গে সমবেত কণ্ঠ মিলিয়েছেন ছয় জেলার অন্যান্য শিল্পীরা।