কলকাতা শহর এবং শহরতলিতে বাস দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগ নিয়ে পুলিশের রিপোর্ট পৌঁছে গিয়েছে পরিবহণ দফতরের কাছে। ওই রিপোর্ট তৈরি করেছে লালবাজার। পুলিশের ওই রিপোর্ট সূত্রে খবর, কলকাতা শহরে ২০২২ এবং ২০২৩ সালে বেসরকারি বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা যথাক্রমে ২১ ও ২৪। আর ২০২৪ সালে বাস দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৬৭ জনের। কারণ একটাই—বাসের তীব্র গতি। কিন্তু সেটা কমানো যাবে কেমন করে? এই প্রশ্ন উঠছে সকলের মনেই। এবার সেই বাস দুর্ঘটনা ঠেকাতে ‘মোবাইল অ্যাপ’ আনতে চলেছে পরিবহণ দফতর। গতি বাড়িয়ে রেষারেষির অভিযোগও শোনা যায় যাত্রীদের কাছ থেকে।
এদিকে এই তীব্র গতি ঠেকাতে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। গতি বাড়ালেই ধরা পড়বে ‘মেবাইল অ্যাপে’ গতকাল নতুন এই উদ্যোগের কথা জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, প্রত্যেক বাস চালকের মোবাইলে ওই অ্যাপ ইনস্টল করা বাধ্যতামূলক। তাঁদের ট্র্যাকিং করবে কলকাতা ট্রাফিক পুলিশ। পরিবহণ মন্ত্রী বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালালে তাঁকে শোকজ করা হবে। নির্দিষ্ট সময় পর চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।’ এই অ্যাপ পথ দুর্ঘটনা–সহ গণ পরিবহণে বদল আনবে।
আরও পড়ুন: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতি, ইডি–সিআইডির রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
অন্যদিকে হুগলির জাঙ্গিপাড়ায় পথ নিরাপত্তা সপ্তাহের অনুষ্ঠানে গতকাল হাজির হন পরিবহণ মন্ত্রী। সেখানেই মন্ত্রী জানান, রাস্তায় বাসের রেষারেষি বন্ধ করতে এবার ‘মোবাইল অ্যাপ’ তৈরি করেছে রাজ্য সরকার। ওই ‘মোবাইল অ্য়াপ’ দিয়েই বাস চালকদের উপর নজরদারি চালাবে ট্রাফিক পুলিশ। পরিবহণমন্ত্রীর বক্তব্য, ‘বাসের রেষারেষি এবার বন্ধ করে দেবো। আমাদের আইটি বিভাগ ওই মোবাইল অ্যাপ তৈরি করেছে। বাস চালকদের মোবাইল অ্যাপ দেওয়া হবে। সারাদিন তাদের ট্র্যাক করবে ট্রাফিক পুলিশ। কত গতিতে বাস তারা চালাচ্ছে? সবই ধরা পড়বে ওই মোবাইল অ্যাপে।’