সম্প্রতি রাজ্য–রাজনীতিতে চর্চিত বিষয় হয়ে উঠেছিল তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তুমুল তরজা। একে অপরকে আক্রমণ করতে ছাড়েননি। সেই চ্যাপ্টার কি ক্লোজড হয়ে গেল? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কারণ বড়দিনে দেখা গেল, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় কাছাকাছি এলেন। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে দুই নেতার মধ্যে দ্বৈরথ কমল বলে মনে করা হচ্ছে। কারণ বড়দিনে একে অপরকে কেক খাওয়ালেন। তাতেই বড় দূরত্ব ছোট হয়ে এল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়ের সঙ্গে দলের উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব মেটেনি। বরং দলের অস্বস্তি বাড়িয়ে সুদীপের নাম না করেই আক্রমণ করেছিলেন বরানগরের বিধায়ক তাপস রায়। অক্টোবর মাসে দলের সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। এমনকী বরানগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। সুদীপ এবং শুভেন্দু একই সময় মধ্য কলকাতার এক বিজেপি নেতার বাড়ির পুজোতেও গিয়েছিলেন।’
এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কটাক্ষ করেছিলেন। আর তিনি বলেছিলেন, ‘হাতি চলে বাজার। বাকিটা আপনারা বুঝে নিন।’ দুই নেতার মধ্যে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িতে অক্সিজেন নিচ্ছিল বিজেপি। আর তাতে তৃণমূল কংগ্রেসের চরম অস্বস্তি বাড়ছিল। সেখানে এবার বিপরীত ছবি দেখতে পাওয়া যাওয়ায় সম্পর্কের উন্নতি হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এই সম্পর্কের মেরামতি বলে অনেকে মনে করছেন।