ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে বিস্ফোরক তথ্য জানালেন গোয়েন্দারা। সূত্রের খবর, গত ১০ বছরে অন্তত ৩ বার লস্করের প্রধান ডেরা পাকিস্তানের মুদরিকেতে গিয়েছিল এই জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরাবাদে দেখা করেছিল লস্কর ই তৈবার প্রধান হাফিজ সইদের ছেলে তলহা সইদের সঙ্গে। গোয়েন্দাদের আশঙ্কা তলহা সইদের নির্দেশেই পশ্চিমবঙ্গকে ব্যবহার করে বাংলাদেশি জঙ্গিদের দিয়ে ভারতের বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনা ছিল লস্করের।
কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির গ্রেফতারির পর থেকেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা জানাচ্ছেন, পাকিস্তানের লাহৌরের কাছে মুদরিকেতে লস্করের সদর দফতরে অন্তত ৩ বার গিয়েছিল জাভেদ। সেখানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল সে। বলে রাখি, মুম্বই হামলার পর পাকিস্তানি জঙ্গি আজমল কাসভ গোয়েন্দাদের জানিয়েছিল, এই মুদরিকে থেকেই এসেছিল সে। এখানেই থাকে লস্করের পান্ডারা।
গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, সম্প্রতি চোরা পথে পাকি অধিকৃত কাশ্মীরে গিয়েছিল জাভেদ মুন্সি। সেখানে সে লস্কর ই তৈবার প্রধান হাফিজ সইদের ছেলে তলহা সইদের সঙ্গে বৈঠক করে। পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদে নেতৃত্ব দেয় এই তলহা। গোয়েন্দাদের আশঙ্কা, তার নির্দেশেই বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে সন্ত্রাসবাদী কাজকর্ম করা যায় কি না তা সমীক্ষা করতে এসেছিল জাভেদ। গোয়েন্দারা মনে করছেন, বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উত্তরপূর্ব ভারতে নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে লস্করের। আত্মীয়ের বাড়ি আসার অছিলায় এরাজ্যে জঙ্গিদের করিডর তৈরির পরিকল্পনা ছিল তাঁর।