Subsidence in Airport Metro Route: বিমানবন্দর মেট্রোর কাজে বিপত্তি, ফুটপাতে নামল ধস, ফিরল বৌবাজারের স্মৃতি
1 মিনিটে পড়ুন Updated: 09 Dec 2023, 11:30 AM ISTগড়িয়া-বিমানবন্দর রুটে কৈখালির কাছে এই ধস দেখা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, সার্ভিস রোডের পাশে ফুটপাতে আংশিক ভাবে ধস নেমেছে মেট্রোর কাজের জেরে। এদিকে যে ফুটপাতে ধস নেমেছে, তার পাশেই একটি আবাসন এবং কিন্ডারগার্টেন স্কুল আছে। এই আবহে স্থানীয় বাসিন্দারা এই ধসের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন।
কৈখালিতে মেট্রোর কাজ চলাকালীন ধস