মাতৃবিরোগে আদালতের অনুমতিতে প্যারোলে মুক্ত অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের প্যারোলের মেয়াদ বাড়িয়ে দিল রাজ্য কারা দফতর। মানসিকভাবে বিধ্বস্ত অর্পিতার আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে রবিবার দুপুরে অর্পিতার সংশোধনাগারে ফেরার কথা থাকলেও তিনি ফিরবেন সোমবার দুপুরে।
আরও পড়ুন - ছ'টাতেই হারব, আগেই জানতাম, উপ নির্বাচনের ভরাডুবির পরে মুখ খুলেই বললেন দিলীপ ঘোষ
পড়তে থাকুন - 'কলকাতায় বসে সিদ্ধান্ত নিলে এরকমই হবে, BJPর এই নেতৃত্ব মানুষকে মানুষ ভাবে না'
বুধবার শিক্ষা নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতিদেবীর মৃত্যু হয়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্যারোলের আবেদন জানান অর্পিতা। সঙ্গে সঙ্গে তাঁর ২ দিনের প্যারোল মঞ্জুর করে হাইকোর্ট। বৃহস্পতিবার রাতে অর্পিতাকে বেলঘরিয়ার দেওয়ানপাড়ার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। শনিবার অর্পিতার প্যারোলের মেয়াদ শেষ হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে রবিবার দুপুরে আলিপুর মহিলা সংশোধনাগারে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে কারা দফতরের কাছে প্যারোলের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন অর্পিতা। সেই আবেদনে সাড়া দিয়ে অর্পিতার প্যারোলের মেয়াদ ২৪ ঘণ্টা বাড়িয়েছেন কারা দফতরের আইজি। এর ফলে সোমবার সংশোধনাগারে ফিরবেন তিনি।
অনিবার্য কারণে কারা দফতরের আইজি কোনও বন্দিকে ৫ দিনের প্যারোল দিতে পারেন। তার মধ্যে ৪ দিনের প্যারোল ব্যবহার করে ফেললেন অর্পিতা। অবশিষ্ট দিনটিতে তিনি মায়ের পারলৌকিক ক্রিয়া করবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - ‘ডোন্ট গেট ওয়ারিড’, উপ নির্বাচনে ভরাডুবিকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু
গ্রেফতারির আগে যদিও বহু বছর মায়ের সঙ্গে থাকতেন না অর্পিতা। থাকতেন দক্ষিণ কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে। মা থাকতেন বেলঘরিয়ার জীর্ণ বাড়িতে। তবে মাঝে মাঝে বাড়ি এসে মায়ের সঙ্গে দেখা করে যেতেন তিনি। প্যারোলে মুক্তির পর বৃহস্পতিবার বাড়িতে ফিরে সাংবাদিকদের অর্পিতা বলেন, ‘আমাকে কেউ একবার জানাল না। তাহলে ভালো চিকিৎসার ব্যবস্থা করতাম।’