বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Medical College and Hospital: আরজিকরে রোগী কল্যাণ সমিতি থেকে সরানো হল শান্তনুকে, অধ্যক্ষ পদে ফিরলেন সন্দীপ
পরবর্তী খবর
RG Kar Medical College and Hospital: আরজিকরে রোগী কল্যাণ সমিতি থেকে সরানো হল শান্তনুকে, অধ্যক্ষ পদে ফিরলেন সন্দীপ
1 মিনিটে পড়ুন Updated: 10 Oct 2023, 10:57 AM ISTMD Aslam Hossain
এর আগেও বেশ কয়েকবার সন্দীপ ঘোষকে বদলি নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে সফরের সময় সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অর্থপেডিক বিভাগে ভর্তি করা হয়েছিল। তার জায়গায় আনা হয়েছিল বারাসত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায়কে।
আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের সময় আরজিকর হাসপাতালে অধ্যক্ষ বদল নিয়ে তুমুল বিক্ষোভ হয়েছিল। এবার ফের প্রশাসনিক ক্ষেত্রে রদবদল হল আরজিকরে। হাসপাতালের অধ্যক্ষ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে পুরনোদেরই ফিরিয়ে আনা হল। অর্থাৎ একদিকে যেমন অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষ ফিরলেন অধ্যক্ষ পদে অন্যদিকে, চিকিৎসক সাংসদ শান্তনু সেনকে সরিয়ে ফের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে আনা হল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়কে। এইমর্মে সোমবার নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। যদিও কী কারণে এই রদবদল সে বিষয়টি স্পষ্ট নয়।
এর আগেও বেশ কয়েকবার সন্দীপ ঘোষকে বদলি নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে সফরের সময় সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অর্থপেডিক বিভাগে ভর্তি করা হয়েছিল। তার জায়গায় আনা হয়েছিল বারাসত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায়কে। সোমবার স্বাস্থ্যভবন বিজ্ঞপ্তি জারি করে মানস বাবুকে পুনরায় পাঠিয়েছে বারাসত মেডিক্যাল কলেজে এবং সন্দীপ ঘোষকে পুনরায় আরজিকরের অধ্যক্ষ হিসেবে ফেরানো হয়েছে। প্রসঙ্গত, এর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। কয়েক মাস আগে সন্দীপ ঘোষকে বদলির নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ দফতর। তাঁর জায়গায় উলুবেরিয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সনৎ ঘোষকে আনা হয়। তিনি সেইমতো কাজে যোগ দিতে এসেছিলেন। কিন্তু, পরের দিন অবশ্য সন্দীপ বাবুকেই আরজিকরের অধ্যক্ষ হিসেবে বহাল রাখা হয়।