করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শঙ্খবাবুর প্রয়াণের ঠিক আটদিনের মাথায় জীবনাবসান হল প্রতিমাদেবীর।
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন শঙ্খবাবু। সংক্রমিত হন প্রতিমাদেবীও। কবিব ইচ্ছা মেনে তারপর থেকেই বাড়িতেই তাঁদের চিকিৎসা চলছিল। গত ২১ এপ্রিল সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শঙ্খবাবু। তার ঠিক আটদিনের মাথায় জীবনাবসান হল প্রতিমাদেবীর। তাঁর বয়স হয়েছিল ৮৯। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিনে প্রতিমাদেবীর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়েছিল। এতটাই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল যে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতিও ছিল না। ফলে বাড়িতেই চিকিৎসা চলছিল।
জলপাইগুড়ির মেয়ে ছিলেন প্রতিমাদেবী। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শঙ্খবাবুর সঙ্গেই পড়াশোনা করতেন। বিদ্যাসাগর মর্নিং কলেজে অধ্যাপনা করেছিলেন। সঙ্গে প্রতিমাদেবীর অসংখ্য বইও আছে। ৬৫ বছরের দাম্পত্য জীবনে একসঙ্গে কাটিয়েছিলেন শঙ্খবাবু এবং প্রতিমাদেবী।