আগামী ১৮ জানুয়ারি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের মামলার রায়দান হবে। সেদিন দুপুর ২ টো ৩০ মিনিটে রায়দান করবেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। অর্থাৎ বিচারপ্রক্রিয়া শুরুর ৬৯ দিনের মাথায় রায়দান করা হবে। গত ১১ নভেম্বর থেকে শিয়ালদা আদালতে আরজি কর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল। আজ সেই বিচারপ্রক্রিয়া শেষ হল। ন'দিন পরে রায়দান করা হবে। ইতিমধ্যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছে সিবিআই।
একজনের পক্ষে সম্ভব নয়, দাবি আন্দোলনের ‘মুখ’-র
যদিও সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা। আরজি কর মামলার রায়দানের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ আসফাকুল্লা নাইয়া বলেন, আমরা বারবার বলে এসেছি যে এই ঘটনাটা একজনের পক্ষে সম্ভব নয়। তাহলে বাকি কারা? শুধু আমরা বলছি না, যত সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্ট বেরিয়েছে, সেখানেও বলছে যে এটা একজনের দ্বারা সম্ভব হয় না। আদৌও সেমিনার রুম ঘটনাস্থল কিনা, সেটাও সম্ভব নয়।'
‘এটার বিরুদ্ধে মানুষকে গর্জে উঠতে হবে….’
তিনি আরও বলেন, ‘অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নের একটা উত্তর সঞ্জয় রায় কখনও হতে পারে না। আরও প্রশ্ন থেকে যাচ্ছে। সঞ্জয় রায়কে ফাঁসি দিক, যাবজ্জীবন দিক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা বারবার বলছি, এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে, যাবজ্জীবন দিয়ে যে মানুষ বিচার পেতে পারে না, কাউকে ধরে নিয়ে সাফোকেট (দমবন্ধ) করে দেওয়ার এই যে প্রচেষ্টা, এটার বিরুদ্ধে মানুষকে গর্জে উঠতে হবে।’
তবে দিল্লি এইমসের ফরেন্সিক বিশেষজ্ঞের নেতৃত্বাধীন গঠিত ‘মাল্টি-ইনস্টিটিউশনাল মেডিক্যাল বোর্ড’-র অন্তর্বর্তীকালীন রিপোর্টে জানানো হয়েছে, নির্যাতিতার শরীরে যে আঘাতের চিহ্ন মিলেছে, সেটা একজনের পক্ষেও সম্ভব। যে বিষয়টি আরও অন্যান্য রিপোর্ট দেখেও যাচাই করা যেতে পারে বলে ওই মেডিক্যাল বোর্ডের তরফে জানানো হয়েছে।
আরজি কর ধর্ষণ ও খুনের মামলার টাইমলাইন
১) ৯ অগস্ট, ২০২৪: আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার।
২) ১০ অগস্ট, ২০২৪: গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।
৩) ১৩ অগস্ট, ২০২৪: কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইকে তদন্ত দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের।
৪) ৭ অক্টোবর, ২০২৪: চার্জশিট দাখিল সিবিআই। মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয়কে চিহ্নিত করে সিবিআই।
৫) ৪ নভেম্বর, ২০২৪: শিয়ালদা আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন।
৬) ১১ নভেম্বর, ২০২৪: শিয়ালদা আদালতে বিচারপ্রক্রিয়া শুরু।
৭) ৯ জানুয়ারি, ২০২৫: বিচারপ্রক্রিয়া শেষ। ১৮ জানুয়ারি রায়দান।