বিধানসভার নিয়ম, মন্ত্রীরা কেউ কমিটির সদস্য থাকতে পারেন না। তাই বাদ পড়েছেন নয়া মন্ত্রী হওয়া পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী, তাজমুল হোসেন, প্রদীপ মজুমদার, উদয়ন গুহ, সত্যজিৎ বর্মন এবং বাবুল সুপ্রিয়। পার্থের অ্যাকাউন্ট থেকে দলীয় তহবিলে টাকা না আসে তার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি লেখা হচ্ছে।
Ad
পার্থ চট্টোপাধ্যায়। (ছবি, সৌজন্য পিটিআই)
দল, মন্ত্রিসভা এবং বিধানসভার সমস্ত কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। কারণ তিনি দুর্নীতির অভিযোগে এখন জেলবন্দি বিধায়ক। সুতরাং তাঁর কোনও কাজ নেই। তাই অন্য বিধায়কদের তুলনায় এবার তাঁর বেতন অনেকটা কমে গেল বলে বিধানসভা সচিবালয় সূত্রে খবর। প্রায় ৬০ হাজার টাকা বেতন কমে যাবে তাঁর।
বিষয়টি ঠিক কেমন হচ্ছে? বিধানসভা সূত্রে খবর, বিধায়করা বেতন এবং অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। আর অতিরিক্ত ভাতা পান বিধানসভার নানা কমিটির বৈঠকে যোগ দিয়ে। বিধানসভায় মোট ৪১টি কমিটি আছে। সেখানের বৈঠকে যোগ দিয়ে মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা ভাতা নিশ্চিত করতে পারেন বিধায়করা। বিধায়কদের ন্যূনতম দু’টি করে কমিটিতে থাকতে হয়। সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে সব কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে। তাই পার্থ ওই ৬০ হাজার টাকা ভাতা পাবেন না।