এবার সল্টলেকে তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। আর এই অভিযোগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় সরকারের মহিলা কর্মী। এমনকী এই অভিযোগ তুলে চিঠি লিখলেন তিনি। সেই চিঠি পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ওই মহিলা পোস্টাল ডিপার্টমেন্টের প্রাক্তন ডিজি। এই খবর চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে।
ঠিক কী ঘটেছে সল্টলেকে? প্রাক্তন মহিলা (ডিজি) পোস্টাল ডিপার্টমেন্ট অরুন্ধতী ঘোষকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনা নিযে তিনি বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই মহিলা প্রাক্তন ডিজি পোস্টাল। গত ২৬ ডিসেম্বরের ঘটনা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ডাক কর্মী। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তুলসী সিনহা রায়ের স্বামী ভাস্কর রায়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি। আর গোটা ঘটনা চিঠিতে লিখে মুখ্যমন্ত্রীকে স্পিড পোস্ট এবং ও মেল করেছেন আক্রান্ত মহিলা।
বিষয়টি কী ঘটেছিল মহিলার সঙ্গে? অভিযোগ, গত অগস্ট মাসে পৈতৃক সূত্রে পাওয়া মহিলার চারতলা বাড়ির একটি অংশ কিনে নেয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তুলসী সিনহা রায়ের স্বামী ভাস্কর রায়। এমনকী বাড়ির গ্যারেজ দখল করতে চায় ভাস্কর রায়। গত ২৬ ডিসেম্বর দুপুরে তালা ভেঙে গ্যারেজের দখল নিতে গেলে বাধা দেন ওই মহিলা। আর বাধা পেযে প্রাক্তন মহিলা ডিজি পোস্টালকে মারধর এবং শ্লীলতাহানি করা হয়। এমনকী তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের স্বামী তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেন।