প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার নয়া মোড়। একটি বিশেষ নথি সামনে এসেছে এবার। সিবিআইয়ের সংগ্রহ করা সেই নথিতে দেখা যাচ্ছে এমন একাধিক প্রভাবশালীর নাম যাঁরা বর্তমানে বিজেপির নেতা নেত্রী। একাধিক উল্লেখযোগ্য নাম। রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, তৃণমূলের মমতাবালা ঠাকুর, তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সহ কয়েকজনের নাম রয়েছে। তবে ভারতী ও দিব্যেন্দুর নাম থাকলেও যে সময়ে তাঁরা সুপারিশ করেছিলেন বলে দাবি করা হচ্ছে সেই সময় কেউই ছিলেন না বিজেপিতে। সেই সময় তাঁরা ছিলেন তৃণমূলে।