বুধবার সকাল সকাল চোখ কপালে নেটিজেনদের। আর হবে নাই বা কেন, দেখা যায় যে সোশ্যাল মিডিয়া থেকে একে-অপরকে আনফলো করে দিয়েছেন যশ আর নুসরত। ফলত স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে, দাম্পত্যে কি সত্যিই ‘আড়ি’? নাকি আড়ির প্রচারে করে বসলেন এমন কোনো কাজ।
সব ঠিক আছে কি না দেখতে ঢুঁ মারতেই নুসরতের ইনস্টাগ্রাম স্টোরিতে ধরা পড়ল একটা মিষ্টি মুহূর্ত। যেখানে দেখা গেল, কপি শপে অভিনেত্রী। সামনে সাজানো দুটো কফির কাপ, আরেকটা কোল্ড কফির গ্লাস। ফোটোতে আরেকজনের মুখও নজরে এল, যদিও তা ঢেকে দিয়েছেন নুসরত ফুল দিয়ে?
কে সে? তিন বছরের ছোট্ট ইশান। মায়ের সঙ্গে কফি ডেটে গিয়েছিল যশ ও নুসরতের একমাত্র পুত্র। জন্মের পর থেকেই ছেলেকে মিডিয়ার থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলে এই তারকা দম্পতি। দেখুন নুসরতের ইনস্টা স্টোরি-

আর যশ-নুসরতের পরস্পরকে আনফলো করা? চর্চা বাড়তেই মুখ খুলেছেন যশ। কেন আনফলো প্রশ্ন উঠতেই তিনি টিভি নাইন বাংলাকে বলেন, ‘সকাল থেকেই ভুল খবর ঘুরছে। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু টেকনিক্যাল গ্লিচ রয়েছে।’ এরপর বেশ মস্করা করেই বলেন, ‘মার্ক জুকারবার্গকে জিজ্ঞাসা করেত হবে, কেন আমার অ্যাকাউন্ট থেকে নুসরতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না। নিজে থেকেই আনফলো হয়ে যাচ্ছে! আমাদের স্যোশাল মিডিয়া টিম দেখছে বিষয়টা।’
সঙ্গে যশ আরও জানান যে, শহরে নেই তিনি বা নুসরত কেউই। তিনি বড় ছেলেকে (যশের আগের পক্ষের সন্তান) নিয়ে থাইল্যান্ড বেড়াতে গিয়েছেন। আর ইশান ও নিজের পরিবারকে নিয়ে নুসরত ঘুরতে গিয়েছেন দার্জিলিংয়ে।
নুসরত ও যশের দাম্পত্য ও প্রেম:
এসওএস কলকাতা-র সেটেই নাকি যশ ও নুসরত প্রেমে পড়েছিলেন একে-অপরের। তখন অবশ্য নুসরত বিবাহিত। নিখিল জৈনের স্ত্রী। যদিও পরবর্তীতে নিখিল ও নুসরত দুজনেই এই বিয়ে বৈধ য় বলে ঘোষণা করেন, কারণ তুরস্কে সামাজিক বিয়েটা হলেও, ভারতে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে তা আইনত রেজিস্ট্রারই করানো হয়নি।
এরপর ২০২১ সালের অগস্টে জন্ম হয় ঈশানের। ততদিনে যশ-নুসরত একসঙ্গে থাকছেন জানা গেলেও, তাঁদের সম্পর্ক নিয়ে ছিল হাজারও প্রশ্ন। পরে ধীরে ধীরে খোলসা হয় সবটা। জানা যায়, শুধু যে নুসরতের সন্তানের বাবা যশ তাই না, দুজনে বিয়েটাও করেছেন। যদিও কবে, কোথায়, তা নিয়ে রহস্য রয়েই গিয়েছে।