বুধবার রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসাবে রাজীব কুমারের নাম ঘোষণা করা হয়। রাজ্য পুলিশের DG নিয়োগে কেন্দ্রের যে ছাড়পত্র প্রয়োজন হয় সেই প্রক্রিয়া এখনও শুরু করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে আপাতত ভারপ্রাপ্ত ডিজি পদে বহাল হবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গুডবুকে থাকা এই অফিসারকে আবার ফিরিয়ে আনা হল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রিয়পাত্র হলেও রাজীব কুমারের সঙ্গে তৃণমূলেরই মুখপাত্র কুণাল ঘোষের সম্পর্ক কোনওদিনই ভালো নয়।
এবার সেই রাজীব কুমারই বসছেন ভারপ্রাপ্ত ডিজির চেয়ারে। কিন্তু রাজীব কুমার ডিজির পদে বসছেন বলে ঘোষণা হতেই কুণাল ঘোষের মনের কোণে চাপা দিয়ে রাখা সেই পুরানো ব্যথা যেন আবার উসকে উঠেছে।
কুণাল বলেন, রাজীব কুমার একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টানাপোড়েন গিয়েছিল। কিছু নির্দিষ্ট কারণে ওর সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছিল। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় দেখা হয়েছিল। সৌজন্য বিনিময় হয়। আমি ওঁকে ভালো থাকতে বলি। উনিও আমাকে ভালো থাকতে বলেন। উনি ডিজি পদে এসেছেন। নিশ্চয়ই ভালো খবর। একদন দক্ষ IPS অফিসার তিনি। ভালো থাকুন ভালো কাজ করুন। শুধু খেয়াল রাখুন আমার মতো কোনও নির্দোষকে কারও নির্দেশে বলি দিতে যাবেন না যেন। তাহলে পরের দিনগুলি ভালো দেন না ভগবান।
এদিকে রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সারদার প্রমাণ লোপাটের জন্য রাজীব কুমারকে পুরষ্কৃত করা হল। আসলে বিরোধীরা আগেই অভিযোগ করেছিল রাজীব কুমারের নেতৃত্বেই সারদার প্রমাণ লোপাট করেছিল SIT। এর তা নিয়ে কম টানাপোড়েন হয়নি। কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকেও দাবি করা হয়েছিল রাজীব কুমার নথিপত্র সরিয়ে দিয়েছেন। সিবিআই রাজীবের বাড়িতে পৌঁছলে তাঁকে 'রক্ষা' করতে ময়দানে নেমে পড়েছিলেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি রীতিমতো ধর্নায় বসে পড়েছিলেন।
এরপর দীর্ঘ সময় রাজীব কুমার পড়াশোনার জগতে চলে যাচ্ছেন বলে শোনা গিয়েছিল। তবে এবার সেই রাজীব কুমারকেও ভারপ্রাপ্ত ডিজির চেয়ারে বসালেন মমতা। তাতেই কার্যত পুরানো ব্য়াথা আবার নতুন করে জেগে উঠল কুণালের মনে।
কুণাল ঘোষ বলেন, রাজীব কুমার বেসিকালি একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টানাপোড়েন এসেছিল। সবাই জানেন। আমার সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়েছিল। বহুকাল বাদে মুখ্য়মন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে দেখা হয়েছিল….উনি ডিজি পদে এসেছেন ভালো খবর…শুধু দেখবেন আমার মতো নির্দোষকে কারুর না কারুর নির্দেশে যেন বলি দিতে যাবেন না। তাহলে কিন্তু পরের দিনগুলো ভালো দেন না।