Ration Scam Latest Update: 'নিজে ডুবলে সবাইকে নিয়ে ডুবব', বলেছিলেন মন্ত্রীকে কিডনি দান করা বাকিবুর
1 মিনিটে পড়ুন Updated: 30 Oct 2023, 11:54 AM ISTঅভিযোগ উঠেছে, প্রভাব খাটিয়ে বেশি দামে কম পরিমাণ খাদ্যশস্য বিক্রি করতেন বাকিবুর। এভাবেই এই দুর্নীতির সূত্রপাত। অভিযোগ, ৮০০ বা ৬০০ গ্রাম আটা বিক্রি করে এক কেজির দাম নিতেন বাকিবুর। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ফুড কর্পোরেশনের কর্তাদের সঙ্গেও নাকি ঘনিষ্ঠতা ছিল বাকিবুরের।
বাকিবুর রহমান