নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক অভিযোগ আনল ইডি। আদালতে ইডি জানিয়েছে, জেনে বুঝে মানিক ভট্টাচার্যের দুর্নীতিতে যুক্ত হয়েছিলেন তাপস মণ্ডল। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কেন তাপস মণ্ডলকে এখনও গ্রেফতার করল না ইডি?মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডি আদালতে মানিকের স্ত্রী শতরূপা, ছেলে শৌভিক ও তাপস মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। এই মামলায় মঙ্গলবার আদালতে ৩ জনের হাজিরা দেওয়ার কথা। ৩ জনের জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি আদালতকে জানিয়েছে, জেনে বুঝে মানিক ভট্টাচার্যের দুর্নীতিতে জড়িয়েছেন তাপস মণ্ডল। চাকরিপ্রার্থীদের থেকে টাকা তুলে মানিকের স্ত্রী ও ছেলের অ্যাকাউন্টে পাঠাতেন তিনি। গোটা দুর্নীতি সম্পর্কে অবহিত ছিলেন তাপস মণ্ডল। তবে এদিনও তাপস মণ্ডল, শতরূপা বা শৌভিককে হেফাজতে নেওয়ার দাবি জানায়নি ইডি। এখানেই উঠছে প্রশ্ন।সোমবার নবম – দশম নিয়োগ দুর্নীতির শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্যকে প্রশ্ন করেন, চক্রান্তকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করেছেন? তদন্ত কোন পথে এগোবে সেটা কেন বারবার আদালতকে বলে দিতে হবে? যারা টাকা নিয়েছে ও যারা দিয়েছে তাদের বিরুদ্ধে এখনো কেন কোনও পদক্ষেপ হয়নি? দীর্ঘ ৬ বছরে টাকা যে বিদেশে পাচার হয়ে যায়নি তার নিশ্চয়তা কী?প্রশ্ন উঠছে, কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ থেকে কি কোনও শিক্ষা নেয়নি ইডি। আদালত একথা সিবিআইকে বললেও একই দুর্নীতির তদন্তে নিযুক্ত ইডির ক্ষেত্রে তা প্রযোজ্য হয় না?