কারও ইন্টারভিউ হয়েছে মাত্র ২ মিনিট। কারও তার থেকেও কম। ২০১৬ প্রাথমিক নিয়োগে এমনই তথ্য পেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরই ওই নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত ৫টি জেলার ইন্টারভিউয়ারদের আদালতে তলব করেছেন তিনি।সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি ২০১৬ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় মাত্র ২ মিনিট ইন্টারভিউ হয়েছে অনেকের। অনেকের ইন্টারভিউ হয়েছে তার থেকেও কম। কী ভাবে ২ মিনিটের ইন্টারভিউ নিয়ে প্রার্থী বাছাই করা যেতে পারে সেই কৌশল আমার শেখা দরকার। তাই ৫ জেলার ইন্টারভিউয়ারদের আদালতে হাজিরার নির্দেশ দিচ্ছি।বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ২১ ফেব্রুয়ারি হাজিরা দিতে হবে ৫ জেলার ইন্টারভিউয়ারদের। ওই দিন বন্ধ ঘরে তাঁদের সঙ্গে কথা বলবেন বিচারপতি।সোমবার নবম – দশম নিয়োগ দুর্নীতিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর চরম ভর্ৎসনার মুখে পড়েছে সিবিআই। এদিন বিচারপতি বসু প্রশ্ন করেন? চক্রান্তকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করেছেন? কী ভাবে তদন্ত করবেন আদালতকে বারবার বলে দিতে হয় কেন? যারা টাকা দিয়েছে আর যারা নিয়েছে তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না সিবিআই?