নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম হত্যাকাণ্ডে আর দু’জনকে গ্রেফতার করল পুলিশ। আজ, রবিবার এই দু’জনকে দমদম থেকে গ্রেফতার করা হল। নদিয়ায় এই খুনের ঘটনায় তারা জড়িত থাকায় দমদম এলাকায় এসে গা–ঢাকা দেয়। এমনকী ছদ্মবেশ ধরে ছিল তারা। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। এবার এই দু’জনকে গ্রেফতার করল মুর্শিদাবাদ পুলিশ। আজ, রবিবার তাদের আদালতে তোলা হবে।
বিষয়টি ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্রে খবর, গত ২৪ নভেম্বর নওদা থানার টিয়াকাটা ফেরিঘাট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। তখন পথেই বোমা–গুলি মেরে খুন করা হয় মতিরুল ইসলামকে। তিনি নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সংঘ্যালঘু সেলের নেতা ছিলেন। তাঁর স্ত্রী নারায়নপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান। আমতলা মিশনে পড়ে তাঁদের ছেলে। তাঁর কাছেই মুর্শিদাবাদে সেদিন গিয়েছিলেন মতিরুল। সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ওই তৃণমূল কংগ্রেস নেতা।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, মতিরুলের স্ত্রী রিনা বিশ্বাস নওদা থানায় ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে নেমে নওদা থানার পুলিশ সাতজনকে গ্রেফতার করেছিল। ধৃতরা হল— ইস্রাফিল মণ্ডল, এলেম বক্স, কিতাব মণ্ডল, আসান শেখ, জাকির শেখ, রবিউল শেখ এবং মনিরুল শেখ। এবার রাজকুমার কবিরাজ এবং পিংকু মণ্ডল নামে দুই অভিযুক্তকে কলকাতার দমদম থেকে গ্রেফতার করা হল।