প্রয়াত রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন বারাণসীর একটি হাসপাতালে। সেই বারাণসীতেই জীবনাবসান হয়েছে তাঁর।
বারাণসীর থিওসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েছিলেন পঙ্কজ দত্ত। সেই অনুষ্ঠানে যাওয়ার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর তাঁকে ভর্তি করা হয়েছিল বারাণসীর একটা হাসপাতালে। সেখানেই ভর্তি ছিলেন রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। শনিবার প্রয়াত হয়েছেন তিনি।
স্পষ্টবক্তা হিসাবে অত্যন্ত পরিচিত ছিলেন পঙ্কজ দত্ত। তিনি একেবারে আপোষহীন ছিলেন। শাসকদলের নানা অনিয়মের বিরুদ্ধে একেবারে জোর গলায় তিনি বার বার প্রতিবাদ করে গিয়েছেন। সেই পঙ্কজ দত্ত চলে গেলেন। চিরবিদায় পঙ্কজ দত্ত।
এদিকে পঙ্কজ দত্ত প্রতি সন্ধ্য়ায় কার্যত টেলিভিশনের টকশোতে অংশ নিতেন। সেখানে একের পর এক একেবারে আপোষহীন বক্তব্য রাখতেন তিনি। এজন্য তাঁকে নানা সময়ে নানা সমালোচনা, চাপের মুখে পড়তে হয়েছে। কিন্তু তারপরেও তিনি তাঁর অবস্থান থেকে সরেনি।
সূত্রের খবর, বারাণসীর ওই অনুষ্ঠানে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পঙ্কজ দত্ত বলতেন, আমি সাদাকে সাদা, কালোকে কালো বলব। তার জন্য যদি আমার জীবন চলে যায় তবুও আমি বলব।