
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পোলট্রি মুরগির দাম সবে একটু কমতে শুরু করেছিল। তার মধ্য়েই এল আশঙ্কার খবর। বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে পোলট্রির মুরগি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পোলট্রি সংগঠন।
ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত ১১ জুলাই মাঝরাতে মুরগি নিয়ে যাওয়ার সময় বেলদা এলাকায় পুলিশর জুলুমের শিকার হয় মুরগি বোঝাই গাড়িটি। সমীর ঘোষ নামে ওই চালককে মারধর করা হয়েছিল। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। পুলিশকেও গোটা বিষয়টি জানানো হয়। কিন্তু তারপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তারপরই এবার বড় সিদ্ধান্ত নিলেন ব্যবসায়ীরা।
পাঁশকুড়ার মেছোগ্রামে একটি সাংবাদিক সম্মেলনে সংগঠনের সদস্যরা জানিয়ে দেন, ১৮ জুলাই মাঝরাত থেকে তারা রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহণ বন্ধ রাখবে।
সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন, মুরগির গাড়ির উপর পুলিশ অত্য়াচার করেছে। ১৮ জুলাই থেকে আমরা ব্যবসা বন্ধ রাখব। মুরগির পরিবহণ হবে না। তবে সাধারণ মানুষ, হোটেলের সমস্যা না এলে আমাদের সমস্য়ার সমাধান হবে। এটা না করলে নবান্নে খবর পৌঁছবে না। সমস্ত জেলায় এটা হবে। পুলিশের জুলুমের প্রতিবাদে এই আন্দোলনে নামছি আমরা। তাদের দাবি, পুলিশ, নবান্ন সহ বিভিন্ন জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
ব্যবসায়ীদের দাবি, রাতে পুলিশ মুরগির গাড়ি থেকে তোলা আদায় করে। না দিলেই শুরু হয় জুলুম। রাজ্য সরকার এনিয়ে কঠোর ব্যবস্থা না নিলে মুরগির পরিবহণ বন্ধ রাখা হবে।
এদিকে ওয়াকিবহাল মহলের মতে, এই মুরগির পরিবহণ বন্ধ রাখলে স্বাভাবিকভাবেই বাজারে মুরগির সংকট দেখা দেবে। তার জেরে মুরগির দাম বাড়ে কি না সেটাই এখন দেখার।
এদিকে গোটা রাজ্য জুড়ে এই মুরগির পরিবহণ বন্ধ রাখার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বাজারে মুরগির সংকট বাড়লে মধ্য়বিত্তের রান্নাঘরে মুরগি কীভাবে যাবে, হোটেলগুলিতে প্রচুর মুরগির প্রয়োজন হয় সেই মুরগি কীভাবে যাবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।
এদিকে গত কয়েকদিন ধরে বাজারে মুরগির দাম কিছুটা হলেও আয়ত্তের মধ্য়ে এসেছে। তার মধ্য়েই সামনে এল এই আন্দোলনের হুমকি। এদিকে এই আন্দোলনের জেরে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। মুরগি বাজারে না এলে দামও বাড়তে পারে। তবে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। মাঝে যে কয়েকদিন রয়েছে তার মধ্য়ে পুলিশ, প্রশাসন কোনও ব্যবস্থা নেয় কি না সেটাই এখন দেখার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports