সরকারি আমলাদের দুর্গাপুজোর ছুটি শেষ। এই কথা উঠছে কারণ, আগামী শনিবার থেকেই প্রশাসনিক কর্তারা বাড়িতে বসেই ভার্চুয়ালি যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। যদিও আগামী ১১ অক্টোবর সরকারি অফিসের তালা খুলবে। তবে নবান্ন–সহ রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজ ‘ভার্চুয়ালি’ তার তিনদিন আগে থেকেই শুরু হয়ে যাবে। গত ২ অক্টোবর থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর মধ্যে রাজ্য সরকারের যাবতীয় প্রশাসনিক কাজ বন্ধ ছিল। কারণ, তখন সরকারি ‘ই–অফিস সার্ভার’ কাজ করেনি। এই সার্ভারে মেরামতির কাজ চলছিল।
বিষয়টি ঠিক কী ঘটেছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই প্রশাসনিক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই খাতায়–কলমে সরকারি ফাইলের লাল ফিতের ফাঁসের অবসান হতে শুরু করে। রাজ্য সরকারি দফতরের সমস্ত প্রশাসনিক ফাইল অনলাইনে মঞ্জুর হয়। যার পোশাকি নাম ‘ই–অফিস’। রাজ্য সরকারি দফতরের কর্তারা নির্দিষ্ট আইডি দিয়ে কম্পিউটারে লগ ইন করেই যাবতীয় ফাইলের অনুমোদন দিতে পারেন। কিন্তু পুজোর মুখে মেরামতি চলছিল ‘ই–অফিস সার্ভার’–এর। তাই শনিবার থেকে সরকারি অফিসাররা বাড়িতে বসেই জরুরি ফাইলের সমস্ত কাজ সারতে পারবেন।
ঠিক কী ঘটেছিল সার্ভারে? নবান্ন সূত্রে খবর, সপ্তমী থেকে ‘ই–অফিস’ বন্ধ থাকার জন্য গত ২৯ সেপ্টেম্বর অর্থ দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি [৪১৪৮–এফ(ওয়াই)] জারি করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল, দুর্গাপুজোর এই ছয়দিন অনলাইনে সরকারি পরিষেবা বন্ধ থাকছে। এখন কোনও সরকারি আদেশনামা অনলাইনে জারি করা যায়নি। এমনকী অর্থ দফতর কোনও আর্থিক তহবিল অনুমোদন করতে পারেনি। এখানে মেরমতের কাজ চলছে।