বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Vijay Diwas: ‘৯৯.৯ শতাংশ বাংলাদেশি মনে করেন ভারত…’ বিজয় দিবসে এসে মনের কথা মুক্তিযোদ্ধাদের
পরবর্তী খবর
Vijay Diwas: ‘৯৯.৯ শতাংশ বাংলাদেশি মনে করেন ভারত…’ বিজয় দিবসে এসে মনের কথা মুক্তিযোদ্ধাদের
1 মিনিটে পড়ুন Updated: 16 Dec 2024, 08:26 PM ISTSatyen Pal
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করে এবং বাংলাদেশকে (প্রাক্তন পূর্ব পাকিস্তান) মুক্ত করে।
বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আমিনুর রহমান( বাঁদিকে) ও কাজি সাজ্জাদ আলি জাহির ( বাংলাদেশ আর্মির) কলকাতায় সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। . (Samir Jana/ HT Photo)
ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সোমবার কলকাতায় বিজয় দিবস উদযাপনে অংশ নিতে ভারতে আসা মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান প্রাক্তন সেনারা এবং প্রতিবেশী দেশের কর্মরত সেনা কর্মকর্তারা বলেছেন যে দুই দেশের মধ্যে সম্পর্ক আন্তরিক এবং জনগণের একটি অংশের দ্বারা বিরূপ বক্তব্য এতে কোনও প্রভাব ফেলবে না।
বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক এখনও সৌহার্দ্যপূর্ণ এবং সেই সম্পর্কই থাকবে। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের প্রশংসা করি আমরা। আমরা ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের জনগণের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছি।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৫৩তম বার্ষিকীতে উদযাপনে অংশ নিতে বাংলাদেশ থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল কলকাতায় এসেছে। ভারতীয় একটি প্রতিনিধি দল ঢাকায় গিয়েছে।
বাংলাদেশের নেতাদের একাংশ প্রকাশ্যে ভারতবিরোধী যে বক্তব্য করছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'এ বছরও আমরা একই আতিথেয়তা পেয়েছি। আমি যাঁদের সঙ্গে দেখা করেছি এবং আলাপচারিতা করেছি তারা সবাই খুব ভালো ছিলেন। এ ধরনের বক্তব্য দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। কে বিবৃতি দিচ্ছে সেটা বড় কথা নয়। গুরুত্বপূর্ণ হল ভালো সম্পর্ক।