নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় তৃণমূলের সরকারি কর্মচারী ইউনিয়নের দায়িত্বে দেওয়া হল দলের প্রবীণ নেতা মানস ভুঁইয়াকে। দায়িত্ব নিয়েই মানস জানিয়েছেন, আগামী ৪ ডিসেম্বর মৌলালী যুব কেন্দ্রে সরকারি কর্মীদের নিয়ে প্রথম সম্মেলন করবেন তিনি।এর আগে তৃণলমূলের সরকারি কর্মচারী ইউনিয়নের মাথায় ছিলেন দলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আগের সভাপতি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর এই পদ তার কাছে আসে। কিন্তু তিনি নিয়োগ দুর্নীতি জড়িয়ে পড়ার পর মহাসচিবের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়, সারানো হয় মন্ত্রীত্ব থেকেও।মানস ভুঁইয়া কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলে তাঁকে রাজ্যসভার সাংসদ করে দল। গত বিধানসভার নির্বাচনের জয়ী মানস মন্ত্রীও হন। এবার তাঁকে সরকারি কর্মী ইউনিয়নের দায়িত্ব দিল তৃণমূল।দায়িত্ব পাওয়ার মানস ভুঁইয়া বলেন, 'এর আগে শুধু দলীয় স্তরে রাজনীতি করেছি। কিন্তু দায়িত্ব নিয়ে সাংগঠনিক কাজ করিনি। দল যখন আমাকে এই দায়িত্বে দিয়েছে, তখন আমি আমার সাধ্যমতো সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করব।' সক্রিয় সদস্যদের চিহ্নিত করাই হবে তাঁর প্রথম কাজ বলে জানিয়েছেন মানস। তার পর ধীরে ধীরে সংগঠনের অন্য নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন মানস।