দশেরার রাবন বধে রাজনৈতিক বিতর্ক বাঁধল হিন্দু মহাসভার তৈরি করা কুশপুতুল নিয়ে। কুশপুতুলে রাবনের ১০টি মাথার ২টি মাথায় লাগানো হয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের চেহারার সঙ্গে মিল রয়েছে এমন কার্টুন। কলকাতার কসবায় হিন্দু মহাসভার পুজো মণ্ডপে বিজয়া দশমীতে এই ছবি দেখা যায়।গত বছর থেকেই পুজোয় অযাচিত বিতর্কে জড়িয়েছে হিন্দু মহাসভা। সেবছর তাঁদের অসুরের মুখের সঙ্গে গান্ধীর মুখের অনেকটা মিল থাকায় প্রতিবাদের ঝড় ওঠে। চাপের মুখে অসুরের মুখ বদলাতে বাধ্য হয় তারা। এবার তাদের থিম ছিল CAA. যা নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। পুজোর শেষে রাবনের মুখে মোদী ও শাহের কার্টুন লাগিয়ে সেই বিতর্ককে অন্য পর্যায়ে নিয়ে গেল তারা। প্রত্যক্ষ রাজনীতির প্রবেশ ঘটাল পুজোর অঙ্গনে।হিন্দু মহাসভার দাবি, তারা পশ্চিমবঙ্গে CAA ও NRC বিরোধী। অসবে NRC করে হিন্দুদের বিপদ বেড়েছে। এরাজ্যেও সেই একই পরিণতি হবে। তাই CAA-র বিরোধিতা করছে তারা।দশমীতে হিন্দু মহাসভার মণ্ডপের সামনে যে রাবনের কুশপুতুল বানানো হয়েছে তার ১০টি মাথার মধ্যে ২টি মাথায় লাগানো হয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের কার্টুন। নীচে লেখা ‘রাজা তোর কাপড় কোথায়’?বলে রাখি, গত ৩০ অগাস্ট নবান্নে পশ্চিমবঙ্গের রাজ্য সংগীত নির্বাচন নিয়ে সর্বদল বৈঠকে হাজির ছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার প্রতিনিধি চন্দ্রচূড় গোস্বামী। তাঁর বক্তব্য শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হিন্দু মহাসভা সম্পর্কে আমাদের অনেকের অন্যরকম ধারণা ছিল। হতে পারে, আপনাদের নাম অপব্যবহার কেউ কেউ আপনাদের সঙ্গে গুলিয়ে ফেলে একটি রাজনৈতিক দলকে। যে ভাষায় আপনারা কথা বললেন, তাতে আমাদের ভুলটা অনেকটা ভাঙল। আশা করি, আমাদের যে কোনও অনুষ্ঠানে আপনাদের পাব।’