প্ল্যাটফর্ম পেরিয়ে যাওয়ার পর থামল ট্রেন। এমনটাই ঘটল বিধাননগর স্টেশনে। এই ঘটনার জেরে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় স্টেশন চত্বরে। এর ফলে প্ল্যাটফর্মে নামতে গিয়ে যাত্রীরা যেমন সমস্যায় পড়েন, তেমনিই ট্রেনে উঠতে গিয়েও সমস্যায় পড়েন যাত্রীরা। আজ সোমবার ডাউন রানাঘাট লোকালে এই ঘটনা ঘটেছে। যাত্রীদের অভিযোগ, ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে থামে।
সূত্রের খবর, রানাঘাট থেকে শিয়ালদাগামী লোকালটি সকাল ৯টা নাগাদ বিধাননগর স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে দাঁড়ানোর কথা ছিল। তবে ট্রেনটি পৌঁছতে কিছুটা দেরি হয়। অফিস টাইমে সাধারণত এই ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকে। এদিনও ওই লোকালে উপচে পড়া ভিড় ছিল। বিধাননগর স্টেশনে প্রচুর সংখ্যক যাত্রী ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময় ৩ নম্বর প্লাটফর্মে ওই ট্রেনটি আসার কথা ঘোষণা করা হয়। কিন্তু, নির্দিষ্ট সময় ট্রেন পৌঁছয়নি, উলটে ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে ৫০০ মিটার দূরে গিয়ে দাঁড়ায়।
ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের পাশাপাশি প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা বিপাকে পড়েন। অনেকেই বাধ্য হয়ে ট্রেন থেকে রেললাইনের উপরে লাফ দিয়ে নামেন। তবে সমস্যায় পড়েন মহিলা এবং বয়স্ক যাত্রীরা। কী কারণে ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে দাঁড়াল? তা নিয়ে উঠছে প্রশ্ন। সে ক্ষেত্রে চালকের গাফিলতি ছিল নাকি সিগনালিংয়ের সমস্যা ছিল রেলের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup