নতুন বছর পড়লেই শুরু হয়ে যাবে কুম্ভমেলা। এই কুম্ভমেলায় গিয়ে কুম্ভস্নান করেন পুণ্যার্থীরা। দেশ–বিদেশ থেকে পুণ্যার্থীরা এখানে আসেন। এমনকী বাংলা থেকেও যান পুণ্যার্থীরা। আর এই কুম্ভমেলা উপলক্ষ্যে পূর্ব রেল চালাবে ৪২ জোড়া বিশেষ ট্রেন। আর ৭৭ হাজার ৫০০ বেশি বার্থের ব্যবস্থা রাখা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। ১২ বছরে একবার অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক দিক থেকে কোটি কোটি ভক্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ হিসেবে স্বীকৃত মহাকুম্ভ মেলা বিশ্বাস, ভক্তি এবং ঐতিহ্যের এক মহোৎসব।
এদিকে ভক্তদের এই পবিত্র যাত্রাকে আরও সহজ এবং আরামদায়ক করে তুলতে পূর্ব রেল ৪২ জোড়া কুম্ভমেলা স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে। এই ট্রেনগুলি হাওড়া–টুন্ডলা, হাওড়া–ভিন্ড এবং মালদা টাউন–প্রয়াগরাজ রামবাগ রুটে চলবে। এই উদ্যোগের ফলে ৭৭ হাজার ৫০০ বেশি বার্থের ব্যবস্থা থাকবে। যা ভক্তদের জন্য নিরাপদ, আরামদায়ক এবং সুবিধাজনক ভ্রমণের সুযোগ করে দেবে। বাংলার মানুষের সুবিধার জন্য ০৩৪০৯ মালদা টাউন–প্রয়াগরাজ রামবাগ কুম্ভমেলা স্পেশাল মালদা টাউন থেকে প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে পরের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রয়াগরাজ রামবাগ পৌঁছবে। যা ২ জানুয়ারি তারিখ থেকে ২২ জানুয়ারি তারিখ (১১টি ট্রিপ) পর্যন্ত চলবে।
আরও পড়ুন: ধনঞ্জয়ের বাঁকুড়ার গ্রামে স্লোগান উঠল ‘পুনর্বিচার চাই’, পুনরায় মামলা চালুর দাবিতে মঞ্চ প্রস্তুত
অন্যদিকে ০৩৪১০ প্রয়াগরাজ রামবাগ–মালদা টাউন কুম্ভমেলা স্পেশাল প্রয়াগরাজ রামবাগ থেকে প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ৭টা ১৫ মিনিটে ছেড়ে পরেরদিন দুপুর ২টো ৩০ মিনিটে মালদা টাউন পৌঁছবে। যা ৩ জানুয়ারি তারিখ থেকে ২৩ জানুয়ারি তারিখ (১১টি ট্রিপ) পর্যন্ত চলবে। ট্রেনটি উভয়দিকের যাত্রাপথে নিউ ফরাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং অভয়পুর স্টেশনে থামবে। ০৩০২১ হাওড়া—টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল হাওড়া থেকে রাত ৭টা ৩৫ মিনিটে ছেড়ে পরের দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে টুন্ডলা পৌঁছবে। যা ১ তারিখ থেকে ৮ তারিখ এবং ১৬, ২০, ২৪ জানুয়ারি চলবে। আর ৫ ফেব্রুয়ারি থেকেও ৭, ১৪, ২১ এবং ২৬ ফেব্রুয়ারি তারিখ (১৬টি ট্রিপ) পর্যন্ত চলবে। ০৩০২২ টুন্ডলা– হাওড়া কুম্ভমেলা স্পেশাল টুন্ডলা থেকে সকাল ১১টা ২০ মিনিটে ছেড়ে পরের দিন বিকেল ৩টে ২০ মিনিটে হাওড়া পৌঁছবে। যা ৩ জানুয়ারি থেকে টানা ১০ জানুয়ারি এবং ১৮, ২২, ২৬ জানুয়ারি চলবে। ০৭ ফেব্রুয়ারি থেকে ৯, ১৬, ২৩, ২৮ তারিখ (১৬টি ট্রিপ) পর্যন্ত চলবে।
এছাড়া ০৩০২৩ হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল হাওড়া থেকে রাত সাড়ে ১২টায় ছাড়বে এবং পরের দিন রাত আড়াইটে নাগাদ টুন্ডলা পৌঁছবে। যা ২০ জানুয়ারি থেকে ২২, ২৩ তারিখ চলবে। আবার ১৬ ফেব্রুয়ারি ১৭, ১৮ এবং ২০ তারিখ (৭টি ট্রিপ) পর্যন্ত চলবে। ০৩০২৪ টুন্ডলা–হাওড়া কুম্ভমেলা স্পেশাল টুন্ডলা থেকে সকাল ১১টা ২০ মিনিটে ছাড়বে এবং পরের দিন বিকেল ৩টে ২০ মিনিটে হাওড়া পৌঁছবে। যা ২১ জানুয়ারি এবং ২৩, ২৪ তারিখ চলবে। আর ১৭ ফেব্রুয়ারি ১৮, ১৯ এবং ২১ তারিখ (৭টি ট্রিপ) পর্যন্ত চলবে। আবার ০৩০২৫ হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল হাওড়া থেকে সকাল ৫টা ৪৫ মিনিটে ছাড়বে ২৮ ফেব্রুয়ারি। টুন্ডলা–হাওড়া কুম্ভমেলা স্পেশাল টুন্ডলা থেকে সকাল ১১টা ২০ মিনিটে ছাড়বে ১ মার্চ।