এবার খোদ রাজভবনে কর্তব্যরত মহিলা পুলিশের জীবনে নেমে এল বড় সমস্যা। আর তাই ওই পুলিশকর্ত্রী থানা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি। আসলে রাজভবনের দায়িত্বে থাকা মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাকের স্বামী নিখোঁজ হয়ে গিয়েছেন বলে খবর। এই খবর তিনিই জানিয়েছেন। আবার থানায় নিখোঁজ নিয়ে ডায়েরি করেছেন ওই মহিলা পুলিশ অফিসার। মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাক পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামী বৃহস্পতিবার থেকে নিখোঁজ। হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করে সে কথাই বলেছেন শান্তি। শুরু হয়েছে অনুসন্ধান। স্বামীকে খুঁজে পেতে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন তিনি।
স্বামীর খোঁজ নানা জায়গায় করেও কোনও সন্ধান মেলেনি। আর এই দুশ্চিন্তায় কাজ এখন মাথায় উঠেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস কি জানেন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। যদিও বিষয়টি নিয়ে কিছু জানাননি ওই মহিলা পুলিশ অফিসার। পুলিশ মহলে যথেষ্ট নামডাক রয়েছে মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাকের। একদা মানবাধিকার কমিশনে ছিলেন অফিসার শান্তি। দায়িত্ব পালন করেছেন রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডিতেও। এখন মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাক রাজভবনে নিযুক্ত। সেখানকার নিরাপত্তার দায়িত্বে আছেন। আর তাঁর স্বামীর নাম দীপাঞ্জন বসাক। যিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: ‘সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী সাইকো পেসেন্ট’, কড়া আক্রমণ করলেন শওকত
বন্ধুদের থেকে শুরু করে আত্মীয়স্বজনের বাড়িতেও ফোন করে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোনও সন্ধান মেলেনি। এই বিষয়ে মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাক জানিয়েছেন, হাওড়ার দিকে যাচ্ছেন এই কথা বলে বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে যান দীপাঞ্জন। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ মিলছে না। রাতে বাড়ি ফেরেননি দীপাঞ্জনবাবু। তখন চিন্তা আরও বেড়ে যায়। ওই মহিলা অফিসার বলেন, ‘আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কদিন ধরে যেন সব কিছুতেই ওর অনীহা দেখা যাচ্ছিল। কিছুই যেন তাঁর ভাল লাগছিল না। প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছি। রাজভবনেও জানানো হবে।’