মেট্রো রেলে এক স্টেশন থেকে অর এক স্টেশনে যেতে ভাড়া কত? অনেকেই তা ভুলে যান। এমনকী জানেনও না। টিকিট কাউন্টারে ভিড় থাকায় সবসময় জিজ্ঞাসা করা যায় না। এই পরিস্থিতিতে বিপাকে পড়তে হয় সাধারণ যাত্রীদের। মেট্রো রেল কর্তৃপক্ষ এই অসুবিধার কথা বুঝতে পেরে ডিজিটাল ফেয়ার বোর্ড বা ভাড়ার বোর্ড লাগাতে চলেছে বলে খবর।
মেট্রো রেল সূত্রে খবর, সারা কলকাতায় এই ডিজিটাল বোর্ড লাগানো হবে। মোট ৮১টি ডিজিটাল ফেয়ার বোর্ড লাগানো হবে। প্রত্যেকটি স্টেশনে তা দেখা যাবে। যাত্রীরা যাত্রাপথের ভাড়া আগে থেকে দেখেই টিকিট কাটতে পারবেন। মোট ২৬টি মেট্রো স্টেশনে এই ডিজিটাল ফেয়ার বোর্ড লাগানো হবে। ইতিমধ্যেই এই বোর্ড লাগানো হয়েছে পার্ক স্ট্রিট এবং যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে।
মেট্রো কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এই ডিজিটাল ফেয়ার বোর্ডে তিন ভাষায় লেখা থাকবে স্টেশনের নাম এবং ভাড়ার সংখ্যা। মেট্রো স্টেশনকে আধুনিক করতেই এই উদ্যোগ বলে খবর। এই কাজ করতে একটি সংস্থার সঙ্গে মউ চুক্তি সাক্ষর হয়েছে। তাদের সঙ্গে যৌথ উদ্যোগেই এই ডিজিটাল ফেয়ার বোর্ড লাগানো হবে।
একটি বেসরকারি নার্সিংহোমের সঙ্গে চুক্তি হয়েছে মেট্রো রেলের। তারা তাদের বিজ্ঞাপন সেথানে লাগাবে। আর মেট্রো রেল তাদের ভাড়া সেখানে মেলে ধরবে। পুরো বিষয়টাই মাছের তেলে মাছ ভাজা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রেক, হ্যান্ডেল চেন, গেট, দেওয়াল–সহ নানা জায়গায় বিজ্ঞাপন দিয়ে নতুন আঙ্গিক ফিরিয়ে আনা হয়েছে। এবার সেখানে বাড়তি সংযোজন ডিজিটাল ফেয়ার বোর্ড।