পুজোর আগেই চালু হতে পারে নিউ গড়িয়া - রুবি মেট্রো পরিষেবা। এমন আশার কথা শোনাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার কলকাতায় আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পরিদর্শনের পর মেট্রো আধিকারিকদের সঙ্গে বৈঠকে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তিনি।কলকাতা মেট্রোর চতুর্থ লাইন হিসাবে পরিষেবা শুরু হতে চলেছে অরেঞ্জ লাইনে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত এই শাখার প্রথম পর্বে রুবি মোড় পর্যন্ত পরিষেবা শুরু হবে। ওই অংশের কাজও প্রায় শেষ। গত জানুয়ারিতে ওই অংশ পরিদর্শন করে ছাড়পত্রও দেন রেলওয়ে সেফটি কমিশনার। উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হলেও শেষে তা বাতিল হয়ে যায়। ৫.৪ কিমি এই অংশে রয়েছে ৫টি স্টেশন। নিউ গড়িয়া বা কবি সুভাষ, হাইল্যান্ড পার্ক বা সত্যজিৎ রায়, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি বা জ্যোতিরিন্দ্র নন্দী, অজয়নগর, অভিষিক্তা বা কবি সুকান্ত ও রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায়।ইতিমধ্যে অরেঞ্জ লাইনের এই অংশ পরিদর্শন করেছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। এই অংশ তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১,৫৫০ কোটি টাকা।