বঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করবে সর্বোচ্চ আদালত। দেখা গেল, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এখনও চূড়ান্ত সার্চ কমিটি গড়ে ওঠেনি। তার মধ্যেই ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে।
রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে নবান্নের সঙ্গে রাজ্যপালের সংঘাত লেগেই আছে। এই আবহে আবার রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুতরাং আবার নতুন করে সংঘাতের আবহ বাড়বে বলেই মনে করা হচ্ছে। আজ, রবিবার রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই তালিকায় উপাচার্য হিসেবে আছেন একজন অবসরপ্রাপ্ত আইপিএস। আগেও আলিয়া বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে অবসরপ্রাপ্ত আইপিএস এম ওয়াহাবকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল।
এই শিক্ষাবিদ এবং অধ্যাপকের বাইরে গিয়ে অন্যান্য ক্ষেত্র থেকে উপাচার্য নিয়োগ করার বিষয়টি মোটেও ভাল চোখে দেখেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই নিয়ে আগে প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু সেই ক্ষোভে গুরুত্ব না দিয়ে আবার এক প্রাক্তন আইপিএসকে উপাচার্য পদে বসালেন রাজ্যপাল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার সিএম রবীন্দ্রনকে। এখানে উপাচার্য বদল করা হল। এখানের উপাচার্য ছিলেন রথীন বন্দ্যোপাধ্যায়। আজ, তাঁকে সরিয়ে সেখানে প্রাক্তন আইপিএস–কে নিয়োগ করা হল।
এদিকে সুপ্রিম কোর্টে হওয়া মামলায় বিচারপতিরা বলেছিলেন, রাজ্যপাল আচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ কর্তা। কিন্তু রাজ্যপাল উপাচার্যদের নির্বাচন কর্তা নন। এই নিয়ে তাঁর কোনও দক্ষতা নেই। আর রাজ্যপালের কাছে কোনও সিলেকশন কমিটিও নেই। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করে দেবে সর্বোচ্চ আদালত। সেখানে দেখা গেল, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এখনও চূড়ান্ত সার্চ কমিটি গড়ে ওঠেনি। তার মধ্যেই ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে।