
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত মঙ্গলবার ত্রিফলার বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যুর পর নড়েচড়ে বসেছিল হাওড়া পুরসভা। এবার এ নিয়ে সতর্ক হল কলকাতা পুরসভা। অতীতে কলকাতা পুরসভাতেও এই ধরনের ঘটনা ঘটেছে। সাধারণত বর্ষার সময় বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বেশি ঘটে। সেই কারণে দুর্ঘটনা এড়াতে তৎপর হয়েছে পুরসভার মেয়র ফিরহাদ হাকি। বর্তমানে কলকাতার ত্রিফলা বাতিস্তম্ভগুলি কী অবস্থায় রয়েছে? সেগুলি কীভাবে মেরামত করা যাবে? এই সমস্ত বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
উল্লেখ্য, কলকাতা পুরসভার বিভিন্ন জায়গায় ত্রিফলা বাতিস্তম্ভের বেহাল অবস্থা। কোথাও খোলা রয়েছে জয়েন্ট বক্স। আবার কোথাও ঢাকনাই হারিয়ে গিয়েছে। গিরিশ পার্ক, পাইকপাড়া, দেওধর স্ট্রিট, রাজাবাজার সাইন্স কলেজের সামনে খোলা অবস্থায় রয়েছে ত্রিফলার জয়েন্ট বক্স। আবার বহু জায়গায় বেরিয়ে রয়েছে ত্রিফলার তার। সেগুলি বিপজ্জনকভাবে রয়েছে। সে ক্ষেত্রে বড়সড় বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেকক্ষেত্রে আবার তার সেলোটেপ দিয়ে আটকে দেওয়া হয়েছে। কিন্তু, তারপরও এই সমস্ত ত্রিফলা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বর্ষা শুরু হয়ে গিয়েছে রাজ্যে। তাই বেহাল ত্রিফলা নিয়ে পদক্ষেপ করতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। প্রসঙ্গত, এ বছর বর্ষার সময় বিপদ এড়াতে ত্রিফলা বাতিস্তম্ভের বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা। তবে কলকাতা পুরসভা এরকম কোনও সিদ্ধান্ত না নিলেও রিপোর্ট খতিয়ে দেখার পর ত্রিফলাগুলি মেরামতির বিষয়ে কলকাতা পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports