স্ত্রীকে লুকিয়ে রাখার অভিযোগ তুললেন ৭৫ বছরের এক বৃদ্ধ। আর এমন অভিযোগ তুলেছেন নিজের মেয়ের বিরুদ্ধেই। তাঁর অভিযোগ, মেয়ে তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা দাবি করেছিলেন। কিন্তু, টাকা দিতে না পারায় তাঁর মেয়ে স্ত্রীকে লুকিয়ে রেখেছেন। কোনওভাবে বাড়িতে ফিরতে দিচ্ছেন না। এই বয়সে স্ত্রী না থাকায় অসহায় হয়ে পড়েছেন তিনি। এই অবস্থায় স্ত্রীকে ফেরাতে মেয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পেশায় চিকিৎসক দন্ত চিকিৎসক ওই বৃদ্ধ।
আরও পড়ুন: ‘নবান্ন চলো’ ডাক দিয়ে সোশ্যাল মিডিয়া কে পোস্টার ছড়াল? জনস্বার্থ মামলা হাইকোর্ট
তাঁর বক্তব্য, মেয়ে তাঁর কাছে ২০ লক্ষ টাকা দাবি করেছিলেন। কিন্তু, তিনি মেয়েকে সেই টাকা দিতে পারেননি। তারপরে তাঁর স্ত্রীকে নিজের কাছে রেখে দিয়েছেন মেয়ে। স্ত্রীকে বাড়িতে ফেরাচ্ছেন না। ইতিমধ্যে এই ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু, কোনও সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ। আদালতের কাছে তিনি আর্জি জানিয়েছেন, তাঁর স্ত্রীকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হোক। বৃদ্ধের দাবি, তাদের ৪২ বছরের দাম্পত্য জীবন। মেয়েও একজন চিকিৎসক। বছর খানেক আগে তাঁর বিয়ে হয়। তবে প্রথম বিয়ে টেকেনি। পরে মেয়ের দ্বিতীয় বিয়ে হয়। তারপর থেকেই মেয়ের মধ্যে পরিবর্তন আসে।
বৃদ্ধের অভিযোগ, তারা কসবার একটি ফ্ল্যাটে থাকেন। এখন মেয়ে চেম্বার করার জন্য তাঁর কাছে ২০ লক্ষ টাকা দাবি করেছেন। এমন ওই টাকার জন্য ফ্ল্যাট বিক্রি করার জন্যও চাপ দিচ্ছেন। শুধু তাই নয় টাকা না দিলে স্ত্রীকে লুকিয়ে রাখা হবে বলেও মেয়ে তাঁকে হুমকি দিয়েছিলেন। সেইমতো মেয়ে তাঁর স্ত্রীকে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছেন বলে দাবি বৃদ্ধের।