বর্ণবৈষম্যের রেশ এবার বিশ্বভারতীতে। এক ছাত্রকে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসু। তিনি বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যাপক। বিশ্বভারতীর অর্থনীতির ছাত্র সোমনাথ সৌকে কার্যত জাত তুলে অপমান করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। হেনস্থা, বিদ্বেষ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ওই অধ্যাপকের বিরুদ্ধে। আর তার জেরেই এবার পুলিশের জালে ধরা পড়লেন তিনি। অভিযোগকারী পড়ুয়া এনিয়ে অধ্যাপক সুমিত বসুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। এর জল আদালত পর্যন্তও গড়িয়েছিল। সামগ্রিক পরিস্থিতি নিয়ে তুমুল বিতর্ক দানা বাঁধে। তবে শেষ পর্যন্ত নড়েচড়ে বসে পুলিশ। এদিন আটক করা হল মণিপুরী নৃত্যের অধ্যাপক সুমিত বসুকে। এদিকে শান্তিনিকেতন থানার পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছিলেন। এদিন কলকাতা থেকেই তাঁকে আটক করা হয়। এদিকে অভিযোগকারী ছাত্রের দাবি, আইনের উপর তার ভরসা রয়েছে। সেকারণেই অধ্যাপকের বিরুদ্ধে তিনি শান্তিনিকেতন থানায় অভিযোগ জানিয়েছিলেন। তবে ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের পরিচিত অধ্যাপককে আটক করার ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বিশ্বভারতীর অন্দরে। নানা প্রতিক্রিয়া উঠে আসছে এই ঘটনাকে ঘিরে। বিশ্বভারতীর মতো নামকরা বিশ্ববিদ্যালয়ের সংগীত ভবনের অধ্যাপককে আটক করার ঘটনা অনেকের কাছেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বভারতীর শিক্ষকমহলের পাশাপাশি পড়ুয়াদের মধ্য়েও এনিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।