পার্কিং নিয়ে বিবাদের জের। বেধড়ক মারধর করা হল কম্পিউটার ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে কলকাতার পাথুরিয়াঘাটায়। ঘটনার পর থেকে বেপাত্তা মূল অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
কম্পিউটার ব্যবসায়ী মনোজ কুমার সিংয়ের দাবি, গতকাল রাতে তাঁর কম্পিউটার দোকানের সামনে গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশি ব্যবসায়ী সুবোধ সিংয়ের বচসা হয়। কিছুক্ষণ পরই সুবোধ সিং তাঁর দলবল নিয়ে মনোজের পর চড়াও হয়। মনোজকে দোকান থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেখানে সিসিটিভি লাগানো ছিল। ফলে মারধরের ঘটনাটির সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। এই ঘটনার পর আক্রান্ত ব্যবসায়ী মনোজ কুমার সিংয়ের অভিযোগ, রাতে জোড়াবাগান থানায় যখন তিনি অভিযোগ জানাতে যান, তখন ডিউটি অফিসার ছিলেন না। ফলে রাতে পুলিশের তরফে অভিযোগ নেওয়া হয়নি। রাতে কেন পুলিশের তরফে অভিযোগ নেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।